বৃহস্পতিবার কালিকা জুয়েলার্স এর পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এদিনের সাংবাদিক সম্মেলনে সংস্থার কর্তৃপক্ষ আগামী 14 অক্টোবর ধনতেরাস উৎসব উপলক্ষে সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে এরা জানান ধনতেরাস একটা সময় ভারতের বিভিন্ন প্রদেশে বিশেষ করে হিন্দি ভাষী সমাজেই প্রচলিত ছিল। কিন্তু আজকাল আমরাও এই উৎসবে সামিল হয়েছি। দেওয়ালী উৎসবের আগেই ধনতেরাসের উদযাপন হয়। এই ধনতেরাস- এ ধনসম্পদের অধিকারিনী চতুর্ভূজা লক্ষ্মীদেবী ও গনেশের আরাধনা করা হয়। ধনংদেহি ধনতেরাস মানে – হে দেবী ভূমি আমাকে ধনসম্পদ ও সৌভাগ্যের অধিকারী করে। তোল, সমৃদ্ধিতে ভরিয়ে তোল। এই প্রার্থনা নিয়েই ধনতেরাসে লক্ষ্মীদেবী ও গনেশের আরাধনা করা হয়। সময়ের ডাকে সাড়া দিয়ে আমরাও এই উৎসবে সামিল হয়েছি। আমরাও ক্রেতাসাধারন ও শুভানুধ্যায়ীদের কিছু দিতে চাই। এই দেওয়া-নেওয়ার মাধ্যমেই উভয়ের মধ্যে সম্পর্কের বন্ধন নিবিড় হয় এবং এই ধনং দেহি ধনতেরাসে আমাদের রয়েছে শুদ্ধতার স্বর্ণ মন্দিরের স্পেশাল কিছু গহনার আকর্ষনীয় সম্ভার যার মূল্য সবার কেনার সাধ্যের মধ্যেই থাকবে। তাছাড়া থাকছে মুম্বাইয়ের নবাবী – গহনার আকর্ষনীয় আয়োজন। থাকছে কোয়াম্বাটোর, মুম্বাই ও কলকাতার বিশেষ ধরনের চেইন, রিং, চুড়ি, কানের দুল, নেকলেস ও সমসাময়িক কালের আকর্ষনীয় ডিজাইনের সমারোহ, আরও আছে ইন্দো ইটালিয়ন হাল্কা ওজনের গহনা। তাছাড়া এবারের উৎসবে প্রত্যেক ক্রেতাসাধারনকে দেওয়া হবে আকর্ষনীয় নিশ্চিত উপহার। গহনার মজুরীতে ২০% ছাড়। আমাদের ধনংদেহি ধনতেরাস চলবে ১৪ অক্টোবর থেকে ২৪ অক্টোবর মানে ১১ দিন ব্যাপী। এই এগারদিনে প্রতিদিন ৩ জন ভাগ্যবান ক্রেতা পাবেন ১টি রেফ্রিজারেটর, ১টি ইলেকট্রিক ওভেন, ১টি মিক্চার গ্রাইন্ডার। অবশ্যই এই ৩ জন ভাগ্যবান ক্রেতারা লাকি ড্র এর মাধ্যমে নির্বাচিত হয়ে থাকে। এছাড়া ও পূর্ব ঘোষিত শারদীয় মিলন মেলা ও ধনতেরাসের ৫ জন সোনার মেয়ে প্রত্যেকে পাবেন ১টি করে স্কুটি। মেগা ড্র’র মাধ্যমে এই পাঁচজন সোনার মেয়েকে নির্বাচিত করা হবে বলে জানান।



