বুধবার খোয়াইয়তেও পঁয়ত্রিশতম বীরচন্দ্রমনু শহীদান দিবস পালন করা হয় সি পি আই এম খোয়াই মহকুমা কমিটির উদ্যোগে পার্টির জেলা সদর কার্য্যালয়ে। অনুষ্ঠানের শুরুতে পতাকা উত্তোলন করেন পার্টির জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুখেন্দু বিকাশ দে।শহীদবেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পার্টির মহকুমা সম্পাদক পদ্ম কুমার দেববর্মা, রাজ্য কমিটির সদস্য নির্মল বিশ্বাস, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্যদ্বয় সুখেন্দু বিকাশ দে ও আলয় রায়, জেলা কমিটির সদস্য বিদ্যুৎ ভট্টাচার্য্য প্রমুখ। শহীদদের প্রতি সম্মান জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এই বিষয়ে পর আলোচনা করেন পদ্ম কুমার দেববর্মা। এর আগে এদিন পার্টির সুভাষপার্ক অঞ্চল কার্য্যালয়েও বীরচন্দ্রমনুর শহীদদের স্মরণ করা হয়।এখানে শহীদবেদীতে ফুল মালায় শ্রদ্ধা নিবেদন করেন পার্টিনেতা নির্মল বিশ্বাস, কানন দত্ত, প্রদীপ সরকার , নরেশ সেন , বিদ্যুৎ ভট্টাচার্য্য , বাদল সবর প্রমুখ।
একই দিনে রামচন্দ্রঘাটের আমপুরায়ও বীরচন্দ্রমনুর অমর শহীদদের স্মরণ করা হয়।এখানে সি পি আই এম এর জেলা সম্পাদক রঞ্জিত দেববর্মা ও মহকুমা সম্পাদক পদ্ম কুমার দেববর্মা , পার্টিনেতা বিশ্বরঞ্জন দেববর্মা , সমরেশ দেববর্মা প্রমুখ শহীদবেদীতে শ্রদ্ধা জানান।বক্তব্য রাখেন পার্টির জেলা সম্পাদক রন্জিৎ দেববর্মা।
বিভিন্ন স্থানের শহীদ স্মরণ কর্মসূচীতে বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ শহীদের রক্তের ঋণ শোধ করার শপথ নিয়ে গণতন্ত্র পুণরুদ্বারের সংগ্রামে নতুন গতি সঞ্চার করার আহ্বান জানান।



