Friday, November 22, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদসারা দেশের সাথে রাজ্যেও দ্বাদশতম জাতীয় ভোটার দিবস পালন করা হয় আগরতলার...

সারা দেশের সাথে রাজ্যেও দ্বাদশতম জাতীয় ভোটার দিবস পালন করা হয় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে

২৫শে জানুয়ারি দ্বাদশতম জাতীয় ভোটার দিবস পালনের অনুমতি এবং নির্দেশ দেওয়া হয়েছে। ভোটদান একটি গণতান্ত্রিক অধিকার। এই অধিকারের বশবর্তী হয়ে মানুষ নিজেদের পছন্দমত প্রশাসনকে বেছে নেন। সারা দেশের সাথে রাজ্যেও দ্বাদশতম জাতীয় ভোটার দিবস পালন করা হয় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য সচিব কুমার অলক, চিফ এলেক্টরাল অফিসার কিরণ গিত্ত, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিক শ্রীচৈতন্য মূর্তি, পশ্চিম জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন ও জাতীয় আইকন সমির বর্মন সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্জ্বলন করে জাতীয় ভোটার দিবস এর অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্য সচিব কুমার অলক সহ অন্যান্য অতিথিরা। এদিনটিতে ভারতীয় ভোটারদের শপথ বাক্য পাঠ করান চিফ ইলেক্টোরাল অফিসার কিরণ গিত্তে। জাতীয় ভোটার দিবস এ একটি ওয়েব সাইডের শুভ উদ্বোধন করেন মুখ্য সচিব কুমার অলক। দ্বাদশতম জাতীয় ভোটার দিবস এ নতুন ভোটারদের হাতে ভোটার পরিচয় পত্র তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যসচিব কুমার অলক বলেন ১৯৫০ সালের ২৫ শে জানুয়ারি নির্বাচন কমিশন গঠিত হয়েছিল। সেই দিনটিকে স্মরণ করে ২০১১ সাল থেকে জাতীয় ভোটার দিবস পালিত হয়ে আসছে। এই বছরেই প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সর্বপ্রথম এই বিশেষ দিবসের প্রস্তাব আনেন পরবর্তীকালে মন্ত্রিসভায় অনুমোদনের পর প্রতিবছর এই সমস্ত নিয়ম মেনে পালন করা হয় জাতীয় ভোটার দিবস।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 + 9 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য