Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াইতে স্বপন পুরি গেস্ট হাউসে এক টিএসআর জওয়ানের মৃতদেহ উদ্ধার। খুন না...

খোয়াইতে স্বপন পুরি গেস্ট হাউসে এক টিএসআর জওয়ানের মৃতদেহ উদ্ধার। খুন না আত্মহত্যা এনিয়ে ধান্ধে পুলিশ


সোমবার বিকেলে স্বপন পুরি অতিথি নিবাসের ফার্স্ট ফ্লোরের 11 নম্বর কক্ষ থেকে উদ্ধার টিএসআর জোয়ানের মৃতদেহ। তার নাম এস বাবু। বয়স 44 তার বাড়ি তামিলনাড়ু রাজ্যের ইরেড জেলায়। সে পুজোর ছুটি কাটিয়ে গতকাল বিকেল সাড়ে চারটায় এই গেস্ট হাউসে আসে। এই গেস্ট হাউস এর পক্ষ থেকে এও জানা যায় মৃত টিএসআর জোয়ান গত 30 শে সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবর পর্যন্ত এই গেস্ট হাউজের রাত্রিযাপন করেন। পুনরায় সেই জমান 9 অক্টোবর বিকেল 4:35 মিনিটে এই হোটেলে থাকার জন্য আসে। সোমবার বিকেল সাড়ে চারটায় গেস্ট হাউজের দুজন কর্মী ননী গোপাল দাস ও রাজেশ দেবনাথ টিএসআর জওয়ানকে ডাকতে গিয়ে প্রথমে দেখতে পায় সে ঘুমিয়ে আছে। বহুবার ডাকাডাকির পরও যখন সে ওঠেনি তখন তাদের সন্দেহ হওয়াতে তারা প্রথমে দরজায় নক করে এরপর দরজা খুলে রুমের ভিতরে যেতেই দেখতে পান রক্তাক্ত অবস্থায় টিএসআর জওয়ান নিজ বিছানায় মৃত অবস্থায় রয়েছেন। এরপর এই ঘটনার খবর দেওয়া হয় খোয়াই থানায়।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জেলার পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার মহকুমা পুলিশ আধিকারিক থানার ওসি সহ বিশাল পুলিশবাহিনী। জেলার এসপি রতি রঞ্জন দেবনাথ সংবাদমাধ্যমকে প্রথমে এই গেস্ট হাউসে প্রবেশ করতে দেয়নি। তাতেই ঘটনাটি নিয়ে ব্যাপক সন্দেহের দানা বাঁধছে জনমনে ও সাংবাদিকদের মনে। পুলিশ কখনো বলছে মৃগী রোগে মারা গেছে আবার কখনো বলছে বিষপান করে আত্মহত্যা করেছে। যদিও পুলিশের কোনো কথাই যে সত্য নয় তা প্রমাণিত হয় গেস্ট হাউজের ওই কক্ষে বিছানায় এবং মেঝেতে রক্তের চিহ্ন দেখে। সেইসঙ্গে গেস্ট হাউজের প্রত্যেকটি সিসি ক্যামেরা বন্ধ হয়ে রয়েছে। সরকারি গেস্ট হাউসে ওই টি এস আর জওয়ানকে যে পরিকল্পিতভাবে হত্যা করা হয়নি তার কোন গ্যারান্টি দিতে পারছে না পুলিশ। স্বাভাবিকভাবেই শহরের উপর এধরণের একটি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। রাত 8 ঘটিকায় ফরেনসিক টিম ঘটনাস্থলে আসে। আর পুলিশও সংবাদমাধ্যমকে ওই কক্ষে ঢুকতে দিচ্ছেনা দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে পুলিশ এই ঘটনাটিকে নিয়ে এত লুকোচুরি করছে কেন। এর পেছনে কি রহস্য রয়েছে তা নিয়ে চলছে গুঞ্জন। তবে প্রাথমিকভাবে টিএসআর জবানের জবানের মৃতদেহ দেখে বোঝা যাচ্ছে একটি পরিকল্পিত হত্যা। যদিও বিষয়টি পুলিশ স্বীকার করছে না ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই পুলিশ সঠিক জবাব দেবে আসলে ঘটনাটা কি হত্যা না আত্মহত্যা বলে জানান পুলিশ আধিকারিকরা

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য