ঘর থেকে বেরিয়ে আর ফিরলো না কৃষ্ণ। পেশায় সংগীতশিল্পী। আসল পরিচয় সুবীর দাস। ঘটনা বিশালগড় থানা দিন বাইদ্দার দীঘি পঞ্চায়েতের ধ্বজনগর গ্রামের। জানা যায় গত ১৭ই আগস্ট শিক্ষকতার উদ্দেশে ঘর থেকে বেরিয়ে বাড়িতে না ফেরায় পরিবারের লোকের সন্দেহ হওয়ায় খোঁজখবর নেওয়া শুরু হয় বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে কিন্তু কোন প্রকার হদিস না পেয়ে বিশালগড় থানার দারস্থ হন পরিবারের লোকজন এবং নিখোঁজ মামলা দায়ের করেন তারপর পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে নিখোঁজ সুবীর দাস কে কোথাও খুঁজে পাননি, তাতে চিন্তিত হয়ে পড়েন বাড়ির লোকজন সহ গ্রামের মানুষরা। মঙ্গলবার নিখোঁজ সুবির দাসের মা কল্পনা দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ছেলের নিখোঁজের ঘটনা বিস্তারিতভাবে তুলে ধরে প্রশাসনের কাছে আবেদন রাখেন ছেলে সুবির দাস কে ফিরিয়ে আনার। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।



