মঙ্গলবার ৩১ নং ওয়ার্ডের উদ্যোগে এলাকার গরিব অংশে মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজিত হয়, এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, এলাকার কাউন্সিলর অঞ্জনা দাস, এবং মন্ডল সভাপতি দীপক কর সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন সংবাদমাধ্যমকে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানা আমরা শুধু রাজনীতি করার জন্য পার্টি করিনা মানুষের পাশে থাকার উদ্দেশ্যে আমরা পার্টি করি সেদিকে লক্ষ্য রেখেই আজকের এই উদ্যোগ। কেননা ভারতীয় জনতা পার্টি সরকার গঠনের পর থেকে গরীব অংশের মানুষদের স্বার্থে কাজ করে আসছে আর এ ধরনের কর্মসূচি তাদের স্বার্থে আগামী দিনেও জারি থাকবে বলে জানান। এ দিনের কর্মসূচিকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।



