প্রয়াত উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও দেশের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মুলায়ম সিং যাদব, মৃত্যুকালে ওনার বয়স ৮৩ বছর। জানা যায় বিগত দুবছর ধরেই অসুস্থ ছিলেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব, ২রা অক্টোবর, রবিবার অসুস্থতা বাড়ায় তাঁকে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে তাঁকে আইসিইউতে পাঠানো হয়। এই রবিবার আচমকাই শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর এবং চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।



