সোমবার আগরতলা রিজার্ভ ব্যাংক এর সহযোগিতায় ভারতীয় স্টেট ব্যাংকের উদ্যোগে বটতলা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম কাউন্টারের সামনে মুদ্রা বিনিময়ের বিতরণ মেলা অনুষ্ঠিত হয়। এদিনের কর্মসূচির মূল লক্ষ হল দশ টাকার কয়েন নিয়ে জনসাধারণের মধ্যে যে বিভ্রান্ত রয়েছে তা দূর করা। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এক আধিকারিক জানান দেশের বিভিন্ন জায়গায় দশ টাকার কয়েন চললেও ত্রিপুরার আগরতলা কয়েন চলেনা তাই সাধারণ মানুষের মধ্যে সচেতন আনার জন্য এই সচেতন মূলক ক্যাম্পের আয়োজন বলে, কেননা বাজারে বিভিন্ন রকমের দশ টাকার কয়েন বের হবার ফলে জনসাধারণের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হয়েছিল যে কোনটা আসল এবং কোনটা নকল বলে তাই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই সচেতন মূলক কর্মসূচির মধ্য দিয়ে জনসাধারণের মধ্যে বার্তা দেন যে দশ টাকার সবগুলি ডিজাইনের কয়েন বৈধ তা নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই বর্তমানে বাজারে কয়েনের প্রচলন বেশি তাই সেদিকে লক্ষ্য রেখে বাজারে ১০ টাকার কয়েন চালু করা হয়েছিল। এদিনের কর্মসূচি কে কেন্দ্র করে সাধারণ জনগণের মধ্যে উৎসাহ ছিল লক্ষণীয়।



