Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদআবারও তেলিয়ামুড়ার বুকে বধূ নির্যাতনের অভিযোগ, নির্যাতনের অভিযোগ নিয়ে তেলিয়ামুড়া থানার দারস্থ...

আবারও তেলিয়ামুড়ার বুকে বধূ নির্যাতনের অভিযোগ, নির্যাতনের অভিযোগ নিয়ে তেলিয়ামুড়া থানার দারস্থ নির্যাতিতা গৃহবধূ। ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকার পুরাতন টি.আর.টি.সি সংলগ্ন এলাকায়

জানা যায় তেলিয়ামুড়ার প্রতিষ্ঠিত বস্ত্র ব্যাবসায়ী বিরাজ নাথ ভৌমিক এবং তার ভগ্নিপতির বিরুদ্ধে গৃহবধূ নির্যাতনের মামলা নিয়ে সুবিচারের আশায় তেলিয়ামুড়া থানার দারস্থ তেলিয়ামুড়ার ওই বস্ত্র ব্যাবসায়ীর স্ত্রী অনিতা পাল (নাথ ভৌমিক)। অভিযোগ, তেলিয়ামুড়া পুরাতন টি.আর.টি.সি এলাকার গোপাল নাথ ভৌমিকের পুত্র বিরাজ নাথ ভৌমিকের সঙ্গে আজ থেকে প্রায় সাত বছর পূর্বে অনিতা পালের পারিবারিক রীতিনীতি মেনে বিয়ে হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতেই তাদের ঘরে জন্ম নেয় ফুটফুটে এক কন্যা সন্তান। তারপর থেকেই ধীরে ধীরে নির্যাতিতা গৃহবধূ অনিতার উপর শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। এর আগেও একাধিকবার তেলিয়ামুড়া থানা পুলিশের দ্বারস্থ হয়েছিল নির্যাতিতা গৃহবধূ অনিতা। কিন্তু শনিবার নির্যাতনের মাত্রা ভয়াবহ আকার ধারণ করে। এদিন শুধু অনিতার স্বামী নয় অনিতার ননদের স্বামী কর্তৃক মারধর, বিশ্রী ভাষায় গালিগালাজ সহ শারীরিক এবং মানসিক নির্যাতনের অভিযোগ নিয়ে তেলিয়ামুড়া থানার দারস্ত হয় গৃহবধূ অনিতা। গৃহবধূর অভিযোগ, তার ননদের স্বামী আগরতলা চন্দ্রপুর এলাকার বাসিন্দা রোহিত পাল গৃহবধূ অনিতা কে কাচের গ্লাস ভেঙ্গে মাথায় এবং হাতে আঘাত করে রক্তাক্ত হয়। পরবর্তীতে গৃহবধুর পরিবারের লোকজনদের সহায়তায় প্রথমে তেলিয়ামুড়া থানায় এবং পরবর্তীতে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের প্রাথমিক চিকিৎসার পর তেলিয়ামুড়া থানায় স্বামী বিরাজ নাথ ভৌমিক, স্বামীর ভগ্নিপতি রোহিত পালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ গৃহবধু নির্যাতনের অভিযোগ হাতে পেয়ে তেলিয়ামুড়ার বিশিষ্ট বস্ত্র ব্যাবসায়ীর খোঁজে বাড়ি এবং তার দোকানে খোঁজাখুঁজি শুরু করে। তবে এখনো পর্যন্ত তেলিয়ামুড়া থানার পুলিশ বিশিষ্ট বস্ত্র ব্যাবসায় বিরাজ নাথ ভৌমিক’কে খুঁজে বের করতে ব্যার্থ। তবে কি পুলিশ আসার আঁচ পেয়ে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত স্বামী বিরাজ নাথ ভৌমিক? তবে যাই হোক গৃহবধূ নির্যাতনের অভিযোগ যেন রাজ্যের বিভিন্ন স্থান থেকে প্রায় প্রত্যেকদিন উঠে আসছে। মৃত্যু হচ্ছে হাজারো গৃহবধুর। এখন দেখার বিষয়, অভিযুক্ত স্বামী এবং ননদের স্বামীকে পাকড়াও করতে তেলিয়ামুড়া থানার পুলিশ কতটুকু সদর্থক ভূমিকা গ্রহণ করে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য