প্রাক শারদীয় পর্বে পুজো সংখ্যা তথা সাহিত্য সংখ্যা প্রকাশ বাঙালির দীর্ঘ ঐতিহ্যের অঙ্গ। বিভিন্ন দৈনিক পত্রিকা, ক্লাব, সাহিত্য- সংস্কৃতি সংস্থা, স্বেচ্ছাসেবী সংস্থাকে একসময় এই পুজো সংখ্যা কিংবা শারদীয় সংখ্যা প্রকাশের উন্মাদনায় মেতে উঠতে দেখা যেত। সেই দিক থেকে খোয়াই জেলায় বিগত দু’ তিন বছর যাবত হাতে গোনা কয়েকটি লিটল ম্যাগাজিনের মধ্যে কবি- লেখক- সাহিত্যিক জহরলাল দাস সম্পাদিত ষাণ্মাসিক সাহিত্যপত্র “ভুবনডাঙা” এই ঐতিহ্যকে কোনক্রমে রক্ষা করে চলছেন। বিগত দু’ বছর করোনা মহামারীর কারনে সবপ্রকারের সৃষ্টিশীল কর্মকান্ড স্তব্ধ থাকলেও এবার ও সে অর্থে খোয়াই জেলায় তেমন লিটল ম্যাগাজিন চোখে পরছে না। লিটল ম্যাগাজিনের এই বন্ধ্যা সময়ে গত
শনিবার 01/10/2022ইং সন্ধ্যা 7 ঘটিকায় খোয়াই জেলা গ্রন্থাগারের পাঠকক্ষে এক অনাড়ম্বর ও ভাবগম্ভীর অনুষ্ঠানের মাধ্যমে খোয়াই নদী তটের স্নিগ্ধ স্পর্শমন্ডিত সাহিত্যপত্র ভুবনডাঙার শারদীয় সংখ্যা– 1429 বাং ( অক্টোবর-2022ইং) আনুষ্ঠানিক ভাবে আবরন উন্মোচন হয়ে গেল। খোয়াই জেলা শিক্ষা আধিকারিক শ্রী সমরেন্দ্রনাথ দাস, প্রাক্তন সাংবাদিক ও শিক্ষক শ্রী প্রিয়তোষ ঘোষ, শিক্ষক বাদল ভট্টাচার্য ও শিক্ষক সুজিত দাসের হাত ধরে শারদীয় ভুবনডাঙার আনুষ্ঠানিক আবরন উন্মোচন হয়। পরে স্বাগত বক্তব্য রাখেন ভুবনডাঙা ষাণ্মাসিক সাহিত্যপত্রের সম্পাদক তথা লেখক–কবি জহরলাল দাস। তারপর একে একে আলোচনায় অংশ নেন মাননীয় জেলা শিক্ষা আধিকারিক শ্রী সমরেন্দ্রনাথ দাস, শিক্ষক বাদল ভট্টাচার্য, শিক্ষক সুজিত কুমার দাস, প্রাক্তন সাংবাদিক ও শিক্ষক শ্রী প্রিয়তোষ ঘোষ মহোদয়। অনুষ্ঠানে নবীন, প্রবীণ, শিশু- কিশোর প্রায় ত্রিশ জন কবি কবিতায় তাদের অনুভব ব্যক্ত করেন। একইসাথে খোয়াই জেলা গ্রন্থাগারের দেওয়াল ম্যাগাজিন “প্রত্যয়”-এর আবরন উন্মোচন করা হয় ঐদিনই। সাহিত্য অঙ্গনের এই সূতিকাগার বিলুপ্তপ্রায় এই দেওয়াল ম্যাগাজিন ত্রিপুরার আর কোন শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে জীবিত আছে কিনা জানা নেই। সেই দিক থেকে খোয়াই জেলা গ্রন্থাগারের গ্রন্থাগারিক জহরলাল দাসের এই কর্মকান্ড সত্যিই প্রসংশনীয়। সবমিলিয়ে এক সৃজনশীল ও মননশীল শারদীয় সন্ধ্যা উপভোগ করল খোয়াই- এর লেখক, কবি, সাহিত্যিকরা।



