Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদত্রিপুরা সরকারি শিক্ষক সমিতির উদ্যোগে খোয়াইয়ে উন্মোচন হলো পুজোর সংখ্যা "জাগরী"র।

ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতির উদ্যোগে খোয়াইয়ে উন্মোচন হলো পুজোর সংখ্যা “জাগরী”র।

শিক্ষা সংস্কৃতির ওপর সাম্প্রদায়িক শক্তির দানবীয় আগ্রাসন মোকাবিলার আহ্বান জানিয়ে শনিবার পয়লা অক্টোবর খোয়াইয়ে জাগরী”র আবরণ উন্মোচন করা হলো।এবারের সংখ্যা হলো ২য় বর্ষের ২য় সংখ্যার শারদ সংকলন।টি জি টি এ ( এইচ বি রোড)র খোয়াই বিভাগীয় কমিটির নিজস্ব মুখপত্র হলো ” জাগরী”।এদিন সংগঠনের নিজস্ব কার্য্যালয় ” শিক্ষক ভবন”র মিলনায়তনে আয়োজিত এক মনোজ্ঞ অনুষ্ঠানে ” জাগরী”র এবারের শারদ সংখ্যার আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।শিক্ষক শিক্ষিকা ও লেখক শিল্পী সহ সংস্কৃতিপ্রিয় শিক্ষানুরাগী মানুষজন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।প্রাবন্ধিক ও গল্পকার তথা সংগঠনের প্রতিষ্ঠাতা রাজ্য সাধারণ সম্পাদক প্রদীপ সরকার ” জাগরী”র শারদ সংখ্যার আবরণ উন্মোচন করেন।বক্তব্য রাখতে গিয়ে তিনি মন মেধা মননের ওপর সাম্রাজ্যবাদী শক্তির নগ্ন ও হিংস্র অমানবিক আক্রমণ মোকাবিলায় নিজেদের মানষিকভাবে প্রস্তুত হওয়ার আহ্বান জানান।এজন্যই শিক্ষা সংস্কৃতির ব্যাপক চর্চার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষক নেতা ও কবি দীপাল ঘোষ , কর্মচারী সমন্বয় এইচ বি রোড র বিভাগীয় সম্পাদক প্রদ্যোৎ ভট্টাচার্য্য ও টি জি টি এ,এইচ বি রোড র বিভাগীয় সম্পাদক দুলাল আচার্য্য।সভাপতি ছিলেন শিক্ষকনেতা রণনেন্দ্র দেববর্মা।এবারের”জাগরী ” যথার্থ ভাবেই রূপে রঙে সময়োপযোগী।একগুচ্ছ রচনা সম্ভার স্থান পেয়েছে জাগরীর শারদ সংখ্যায়।বাংলা, ককবরক ও ইংরেজী কবিতা লিখেছেন আটজন কবি।এছাড়াও “সানগ্লাস” ছোটগল্পে কলম ধরেছেন সুস্মিতা ধর।মঞ্চাভিনেতা ও নাট্যব্যাক্তিত্ব অরুণ পাল ও সুভাষ গোস্বামীর দুটি নাটকও জায়গা করে নিয়েছে জাগরীর পাতায়।নাটক দুটি হলো যথাক্রমে ” নাই নাই ভয় ,হবে হবেই জয় ” ও “তিতিরের আকাশ”। এছাড়াও উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর ” গুপী গাইন বাঘা বাইন ” মূল কাহিনীর সুন্দর নাট্যরূপ এঁকেছেন নারায়ন দেব।অত্যন্ত সময়োপযোগী তিনটি প্রবন্ধে সমসাময়িক বিষয়াদি নিয়ে চর্চা করেছেন তিনজন প্রাবন্ধিক।প্রবন্ধ তিনটি হলো, দেবব্রত গোস্বামীর ” সরকারী নীতিতে শিক্ষার সর্বনাশ”, শৈবাল রায়ের ” জাতীয় পেনশন ব্যাবস্থা বাতিল করো” ও সেলিম শাহের ” নয়া শিক্ষানীতি ও শিক্ষার সমূহ সংকট ” । জাগরীর এবারের শারদ সংখ্যার সম্পাদনা করেছেন অসীম দেব ও অমিত দাস।প্রচ্ছদ এঁকেছেন শংকর নাথশর্মা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nine − eight =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য