সোনামুড়ায় প্রাক্তন মন্ডল সভাপতি হরেকৃষ্ণ দাসের বাড়ির দুর্গাপুজো পরিদর্শনে আসেন ত্রিপুরা রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। উনার আগমনের প্রথমেই বরণ করে নেন বিজেপি রাজ্য কমিটির সাধারণ সম্পাদক কিশোর বর্তমন, সিপাহীজলা দক্ষিণ জেলার সভাপতি দেবব্রত ভট্টাচার্য সঙ্গ দেন সহ-সভাপতি তোফাজ্জল হোসেন ও প্রসেনজিৎ ঘোষ। তারপর অনেকটা পথ পায়ে হেঁটে অতিক্রম করে পৌঁছান হরে কৃষ্ণ দাসের বাড়িতে। শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগ করে নিতে এসে উৎফুল্ল ত্রিপুরা রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য কারণ মন্ডবে বসে কথা বলার সময়, গ্রামতলী পঞ্চায়েত অধিনস্ত মুসলিম পরিবারের মেয়ে তামান্না আক্তার আলী ও লিজা ভৌমিক দুজনেই দুটি করে চারটি নিত্য পরিবেশন করেন। এই সোনামুড়ার মত মুসলিম অধ্যুষিত এলাকায় এরূপ সুন্দর নৃত্য এবং হিন্দু মুসলিম জাতিবেদের শিকলের উর্ধ্বে এসে মুসলিম মেয়ের পুজো মন্ডবে নৃত্য পরিবেশন দেখে অনেক আনন্দিত হয়েছেন সভাপতি রাজিব ভট্টাচার্য, দুজনকেই ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী রিশা পরিয়ে উৎসাহিত করেন এবং তাদেরকে আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্য আশীর্বাদ করেন, ভোজন শেষ করে পরিবারের সকলের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসেন রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য।



