জানা যায়, চাকমাঘাট এলাকায় কাঞ্চন দেবনাথ নামের এক মহিলার বাড়ির একটি হাফ উয়ালের তৈরি বসত ঘরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় ঘর সহ ঘরের ভেতরে থাকা সমস্ত জিনিসপত্র। কাঞ্চন দেবনাথ নামের ওই মহিলার বাড়িতে তার ও তার পরিবারের অনুপস্থিতিতে ঘরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে ঘটনাটি প্রত্যক্ষ করতে পেলে এলাকার লোকজন খবর দেয় তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তড়িঘড়ি চাকমাঘাট এলাকায় ছুটে যায় এবং দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। জানা যায়, ঘরের ভেতরে থাকা আসবাবপত্র সহ জরুরী নথিপত্র সহ সমস্ত জিনিসপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়।।



