“ঢাকে কাঠি বিসর্জনে বিজয়ারি সুর, কৈলাসে ফিরে চলে দুগ্গা ঠাকুর”- আজ বিজয়া দশমী। চারিদিকে বিষাদের সুর। মা দশভুজা পঞ্চমী, ষষ্ঠী,সপ্তমী ,অষ্টমী এবং নবমী কাটিয়ে আজ দশমীতে কৈলাসে ফেরার পালা। বাঙ্গালি অংশের আপামর মহিলারা বিদায় বেলায় মাকে বরণ করে আগামীর আমন্ত্রণ জানিয়ে প্রত্যেক প্যান্ডেলে প্যান্ডেলে সিঁদুর খেলায় মাতোয়ারা হয়েছে। মূলত এবছর দুর্গা পুজোয় করুণা মহামারী না থাকলেও আবহাওয়া জনিত কারণে মানুষজন পুজো তেমন ভালোভাবে উপভোগ করতে পারেনি। তবে দশমীর দিনে বিদায় বেলায় হিন্দু সম্প্রদায়ের রমনীরা চিরাচরিত রীতিনীতি মেনে মাকে বরণ করে আগামীর আমন্ত্রণ জানিয়ে সিঁদুর খেলায় মেতে উঠেছে এমনটাই দৃশ্য প্রত্যক্ষ করা গেল তেলিয়ামুড়ার বিভিন্ন পুজো প্যান্ডেল গুলিতে। কথা প্রসঙ্গে এক মহিলা জানিয়েছেন,, এবছর দুর্গাপূজো নিয়ে অনেক আশা থাকলেও আবহাওয়া জনিত এবং বৃষ্টির কারণে দুর্গা পুজো তেমন ভালো কাটেনি কারো। তবে আজ বিজয়া দশমীর দিনে বৃষ্টি না হলে জমজমাট হবে বিজয়া দশমী।



