বিষাক্ত পিঁপড়ার কামড়ে গুরুতর আহত অবস্থায় নয়(৯) মাসের শিশু কন্যা প্রথমে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল এবং পরবর্তীতে জি.বি হাসপাতালে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লো। অভিযোগ, জি.বি হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের গাফিলতির কারণেই মূলত শিশু কন্যা মৃত্যুর ঘটনাটি ঘটেছে। ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকার ত্রিশাবাড়ি এলাকায়। খবরে প্রকাশ, তেলিয়ামুড়া থানা এলাকার ত্রিশাবাড়ি এলাকার বাসিন্দা অনন্ত বিশ্বাসের নয় মাসের শিশু কন্যা অমৃতা বিশ্বাস’কে বিষাক্ত পিঁপড়ে কামর বাসায় গতকাল তথা মঙ্গলবার সকালে। পরবর্তীতে ঘটনাটি প্রত্যক্ষ করে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় নয় মাসের শিশু কন্যা অমৃতা’কে নিয়ে যায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু কন্যার অবস্থা বেগতিক লক্ষ্য করে উন্নত চিকিৎসার জন্য তড়িঘড়ি আগরতলার জিবি হাসপাতালে প্রেরণ করে। কিন্তু মৃত শিশু কন্যা অমৃতা বিশ্বাসের পিতা-মাতার অভিযোগ, হাসপাতালের স্বাস্থ্যকর্মী সহ চিকিৎসকের খামখেয়ালি পোনার কারণেই মূলত হয়েছে নয় মাসের শিশু কন্যা অমৃতার। মৃত শিশু কন্যার পরিবারের আরো অভিযোগ, মৃত শিশু কন্যা হাসপাতলে চিকিৎসা চলাকালীন সময়ে পরিবারের লোকজনদের একজনের বেশি কাউকে শিশু কন্যার সঙ্গে থাকতে দেওয়া হয়নি। তাছাড়া গভীর রাতে জিবি হাসপাতালের স্বাস্থ্য কর্মীরা দরজা বন্ধ করে ডিউটিরত অবস্থায় ঘুমিয়ে থাকার অভিযোগ তোলেন মৃত শিশু কন্যার পরিবারের লোকজন। পরবর্তীতে বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ পরিবারের লোকজন গিয়ে প্রত্যক্ষ করে শ্বাস প্রশ্বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছে তাদের নয় মাস বয়সী ছোট্ট শিশু কন্যা অমৃতার।
পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক এসে মৃত শিশু কন্যাকে মৃত বলে ঘোষণা করে। তবে মৃত শিশু কন্যা অমৃতার পরিবারের লোকজনদের মধ্যে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তে মৃত শিশু কন্যা মায়ের বুক ফাঁটা চিৎকারে এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠে।



