Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদগৃহস্থের ঘরে মজুদ করা ধানের বস্তা নিয়ে চলে গেল বন্য দাঁতাল হাতি

গৃহস্থের ঘরে মজুদ করা ধানের বস্তা নিয়ে চলে গেল বন্য দাঁতাল হাতি

আবারো বন্য দাঁতাল হাতি জনবসতিতে প্রবেশ করে এবং ঘরের দরজা জানালা ভেঙে এক গৃহস্থের ঘরে মজুদ করা ধানের বস্তা নিয়ে চলে যায়। ঘটনা, তেলিয়ামুড়া মহকুমা বনদপ্তরের অধীন মহারানীপুর কপালিটিলা এলাকায়। জানা যায়, শনিবার গভীর রাতে আচমকাই মহারানীপুর কপালিটিলা এলাকার বন্য দাঁতাল হাতি প্রবেশ করে এবং পরিতোষ সরকার নামে এক গৃহস্থের বাড়িতে বন্য দাঁতাল প্রবেশ করে একটি ঘরের দরজা জানালা ভেঙে ফেলে এবং ঘরে মজুদ করা ধানের বস্তা নিয়ে চলে যায়। অভিযোগ, যখন বন্য দাঁতাল হাতি এলাকায় প্রবেশ করে তাণ্ডব চালাচ্ছিল, তখন বনদপ্তরের কোন কর্মীর টিকির নাগালটুকু পাওয়া যায়নি। দীর্ঘ সময় বন্য দাঁতাল এলাকায় তান্ডব চালায়। গভীর রাতে বন্য দাঁতালের তাণ্ডবে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। অভিযোগ, হাতির আতঙ্কে এলাকার লোকজনদের গোটা রাত্রি সজাগ থাকতে হয়েছে। এখন এলাকাবাসীদের দাবি যাতে বন্য দাঁতাল হাতির প্রতিনিয়ত তান্ডব চালানোর এই সমস্যা দূরীকরনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে বনদপ্তর।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty + 19 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য