পূজা পরিক্রমায় তেলিয়ামুড়ায় মুখ্যমন্ত্রী। শারদীয়া দুর্গাপূজার মহা সপ্তমীতে তেলিয়ামুড়ার বেশ কয়েকটি বনেদি ক্লাব সহ এ.ডি.সি ভিলেজ গুলিতে পূজা পরিক্রমা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই দিন মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, ২৯ কৃষ্ণপুর বিধানসভার কেন্দ্রের বিধায়ক অতুল দেববর্মা এবং বিশিষ্ট সমাজ সেবক রঞ্জিত সূত্রধর সহ অন্যান্যরা। এই প্রথম কোন মুখ্যমন্ত্রী তেলিয়ামুড়া মহকুমার এ.ডি.সি ভিলেজ এলাকায় পূজা পরিক্রমা করতে আসে। পূজা পরিক্রমায় এ.ডি.সি ভিলেজের অন্তর্গত জনজাতীয় অধ্যুষিত এলাকা ছনলং পাড়া এবং রুপা ছড়া এলাকায় পরপর মহাসপ্তমীর দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা খুব আনন্দের সহকারে পূজা পরিক্রমা করেন। এদিকে ওই দুইটি এলাকার জনজাতি অংশের মানুষেরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহাকে কাছে পেয়ে খুবই উৎসাহিত হয়। পাশাপাশি খুশির জোয়ারে জনজাতি অংশের মানুষেরা ভেসে পড়ে। ওই দুটি এলাকায় পূজা পরিক্রমার পর মুখ্যমন্ত্রী তেলিয়ামুড়া শহরের বেশ কয়েকটি বনেদি ক্লাবে পূজা পরিক্রমা করেন। মুখ্যমন্ত্রী পূজা পরিক্রমা কালে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন, বর্তমান সরকার জাতি-জনজাতি সকল অংশের মানুষদের একসাথে নিয়ে কাজ করে থাকেন। বর্তমান সরকার শুধু সরকার পরিচালনা ছাড়াও সামাজিক কাজকর্মেও দায়বদ্ধ। মহা সপ্তমীতে পূজা পরিক্রমায় তেলিয়ামুড়ায় মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে আমজনতার মধ্যে ব্যাপক উৎসাহ এবং কৌতুহল পরিলক্ষিত হয়।।



