মায়ের আগমনে চারিদিকে খুশির হাওয়া। মেতে উঠেছে ৮ থেকে ৮০ সকলে। জাত – পাত, ধর্ম, বর্ণ, নির্বিশেষে শারদীয়া দুর্গোৎসবে মেতে উঠেছে সবাই। এই উৎসব উপলক্ষে রাজধানীর বনেদি ক্লাবগুলো এবছর হাজির হয়েছে বড় বাজেটের পূজো নিয়ে, তারই মধ্যে কম বাজেটে মন মাতানো থিম “কুমোর পাড়ার গরুর গাড়ি” নিয়ে হাজির নড়সিংগড়স্থিত নিউ তরুণ সংঘ ক্লাব। বিগত ৫০ বছর ধরে এই ক্লাব দুর্গাপূজার আয়োজন করে আসছে এ বছর তার 51 বছর পূর্ণ হল। শনিবার নিউ তরুণ সংঘ ক্লাবের পূজোর উদ্বোধন করলেন রাজ্যের স্বনামধন্য ত্রিপুরা ভবিষ্যৎ পত্রিকার সম্পাদক বিশাল সাহা, অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি, সম্পাদকসহ অন্যান্য কর্তৃপক্ষরা। এদিন ত্রিপুরা ভবিষ্যৎ পত্রিকার সম্পাদক বিশাল সাহা শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজ্যবাসীকে অভিনন্দন জানান এবং সকলে যেন এই উৎসবের দিনগুলি ভালোমতে কাটাতে পারেন মায়ের কাছে তার কামনা করেন।



