মঙ্গলবার আগরতলা জগন্নাথ বাড়ি সংলগ্ন পার্কের সামনে১০৩২৩ জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে ১০৩২৩ মুভমেন্ট কমিটির নেতৃত্বে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন গত বছর ৭ জানুয়ারি থেকে সিটি সেন্টারের সামনে গন অবস্থান করেছিলেন ১০৩২৩ চাকরীচ্যুত শিক্ষক-শিক্ষিকারা তাদের চাকরি ফিরে পাওয়ার জন্য। কিন্তু বাহান্ন দিনের মাথায় ২৭ জানুয়ারি রাজ্যের পুলিশ প্রশাসন আগাম কোন বিজ্ঞপ্তি ছাড়া ভোর বেলায় তাদের গণঅবস্থান মঞ্চে ১৪৪ ধারা জারি করে বানচাল করে দেন তাদের গণ অবস্থান,তার পরিপেক্ষিতে গত বছর রবীন্দ্র ভবনের ঘোষণা করেছিলেন যতদিন পর্যন্ত ১০৩২৩ এর স্থায়ী সমাধান হচ্ছে না ততদিন পর্যন্ত ২৭ জানুয়ারি দিনটাকে কালো দিবস হিসাবে পালন করবে বলে জানান। পাশাপাশি তিনি আরো বলেন রাজ্যে প্রশাসন বা রাজ্য সরকার কি কারনে চাকরি থেকে টারমিনেশন করছে তার জন্য শিক্ষা দপ্তরের শিক্ষা অধিকর্তার নিকট যোগাযোগ করেছে ফাইনাল টার্মিনেশন লেটার দিতে হবে এবং ঐ টারমিনেশন লেটার কোন রিট পিটিশনে ১০৩২৩ কে চ্যালেঞ্জ জানিয়েছিলো এর দাবী রাখেন জয়েন্ট মুভমেন্ট কমিটি পক্ষ থেকে।