Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যআপন ঘর বৃদ্ধাশ্রম পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আপন ঘর বৃদ্ধাশ্রম পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আপনারা একা নন। ত্রিপুরা সরকার আপনাদের পাশে আছে। রাজ্যের মানুষ আপনাদের পাশে রয়েছে। আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা অবলম্বন পরিচালিত আপন ঘর বৃদ্ধাশ্রম পরিদর্শনে গিয়ে বৃদ্ধাশ্রমের আবাসিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন। তিনি আরও বলেন, রাজ্যের বর্তমান সরকার এই বৃদ্ধাশ্রমের উন্নতিতে সবসময়ই সচেষ্ট। যেকোন রকম সমস্যায় রাজ্য সরকার বৃদ্ধাশ্রমের আবাসিকদের পাশে রয়েছে বলে জানান। মুখ্যমন্ত্রী আজ বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান। পাশাপাশি সংস্থার সঙ্গে জড়িত প্রত্যেক কর্মীদের তাদের এই কাজের জন্য প্রশংসা করেন। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী সুধীরঞ্জন মজুমদারের প্রয়াত সহধর্মীনি মিলনপ্রভা মজুমদারের প্রসঙ্গেও আলোকপাত করেন। তিনি বলেন, এই বৃদ্ধাশ্রমের উন্নতিতে তাঁর অবদান অনেক। পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সহধর্মীনি স্বপ্না সাহাও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আজ বৃদ্ধাশ্রমের উন্নতিকল্পে আবাসিক বৃদ্ধা মায়েদের হাতে মুখ্যমন্ত্রী শ্রীসাহা তাঁর স্বর্গীয় শ্বাশুরি মাতা সবিতা পোদ্দারের নামে কুড়ি হাজার টাকার চেক তুলে দেন। এছাড়াও বৃদ্ধা আবাসিকদের বস্ত্র বিতরণ করেন। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন আগরতলা পুর নিগমের মেয়র তথা অবলম্বন সংস্থার সভাপতি দীপক মজুমদার, সংস্থার কর্মকর্তা দুলাল দাস প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক ডাঃ দিলীপ কুমার দাস সহ সংস্থার বিভিন্ন কর্মকর্তাগণ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য