Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদতেলিয়ামুড়া চিত্রাঙ্গনা কলা কেন্দ্রে অনুষ্ঠিত হয় প্রতি ঘরে সুশাসন ক্যাম্প

তেলিয়ামুড়া চিত্রাঙ্গনা কলা কেন্দ্রে অনুষ্ঠিত হয় প্রতি ঘরে সুশাসন ক্যাম্প

মানুষ তার অধিকার সম্বন্ধে সচেতন হোক কিংবা অধিকার সম্বন্ধে চিনুক এবং জানুক সেই লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা ইউ.এল.বি লেভেল প্রতি ঘরে সুশাসন ক্যাম্পের অঙ্গ হিসাবে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া পুর পরিষদের উদ্যোগে তেলিয়ামুড়া চিত্রাঙ্গনা কলা কেন্দ্রে বৃহস্পতিবার। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা উদ্বোধক কল্যাণী রায়। এছাড়াও ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের পুর পিতা রূপক সরকার, মহকুমা শাসক মোঃ সাজ্জাদ পি, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া সহ বিশিষ্ট সমাজসেবক রঞ্জিত সূত্রধর। প্রতি ঘরে সুশাসনের অঙ্গ হিসাবে তেলিয়ামুড়া পুর পরিষদ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় বলেন, রাজ্যের জনগণের আর্থ সামাজিক বিকাশে জেলা থেকে গ্রাম পঞ্চায়েত স্তরে কেন্দ্রীয় সরকারের ফ্লাগশিপ প্রকল্প ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা জনসাধারণের কাছে পৌঁছে দেওয়াই হচ্ছে মূল উদ্দেশ্য। প্রধানমন্ত্রী আবাস যোজনা, পিএম-কিষান, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা, ভারত নেট প্রকল্প, সয়েল হেলথ কার্ড, কিষান ক্রেডিট কার্ড, অটল পেনশন যোজনা, মুখ্যমন্ত্রীর যুব যোগাযোগ যোজনা, প্রকল্পে সমস্ত সুবিধা-ভোগীদের সুবিধা সুনিশ্চিত করতে প্রতিকূল সুশাসনের যুগান্তকারী ভূমিকা নেবে।
এদিনের অনুষ্ঠানে মানুষজনদের উপস্থিতি ছিল লক্ষণীয়।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 − 10 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য