Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদদীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে তেলিয়ামুড়া দশমিঘাটে একটি পাকা প্রতিমা নিরঞ্জন খাট নির্মাণ...

দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে তেলিয়ামুড়া দশমিঘাটে একটি পাকা প্রতিমা নিরঞ্জন খাট নির্মাণ করে তেলিয়ামুড়া পৌর পরিষদ

তেলিয়ামুড়া বাসীর দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে তেলিয়ামুড়া দশমিঘাটে একটি পাকা প্রতিমা নিরঞ্জন খাট নির্মাণ করে তেলিয়ামুড়া পৌর পরিষদ। এই প্রতিমা নিরঞ্জন খাট টি ১৩ লক্ষ টাকা ব্যয় করে নির্মাণ করা হয়েছে। বৃহস্পতিবার তেলিয়ামুড়া দশমিঘাটে নবনির্মিত এই পাকা প্রতিমা নিরঞ্জন ঘাট টির ফিতা কেটে এবং ফলক উন্মোচন করে উদ্বোধন করেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়। বিধায়িকার সঙ্গে এদিন উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের পৌর পিতা রূপক সরকার, সহ পৌর পিতা মধুসূদন রায় এবং তেলিয়ামুড়া পৌর পরিষদের বিভিন্ন এলাকার কাউন্সিলার গণ।
উল্লেখ্য, বিগত বাম আমলে একাধিকবার তেলিয়ামুড়া দশমী ঘাটে একটি পাকা প্রতিমা নিরঞ্জন ঘাট নির্মাণের দাবি উঠেছিল তেলিয়ামুড়া বাসীর মধ্য থেকে। কিন্তু তৎকালীন বাম সরকার এ ব্যাপারে কোন কর্ণপাতই করেননি। এদিন এই বিষয়টি নিয়ে বিগত বাম সরকারের তীব্র সমালোচনা করেন বিধায়িকা কল্যাণী রায়। বিধায়িকা বলেন,,, বর্তমান সরকার আসার পর তেলিয়ামুড়া বাসির দীর্ঘদিনের এই দাবিটি -কে মান্যতা দিয়ে দশমী ঘাটে ১৩ লক্ষ টাকা ব্যয় করে পাকা প্রতিমা নিরঞ্জন ঘাট নির্মাণ করা হয়েছে।
তেলিয়ামুড়া পৌরপরিষদ কর্তৃক তেলিয়ামুড়া দশমীঘাটে পাকা প্রতিমা নিরঞ্জন ঘাট নির্মাণ করে দেওয়ায় গোটা তেলিয়ামুড়া বাসির মধ্যে খুশির বাতাবরণ বইছে।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seventeen − 12 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য