বৃহস্পতিবার ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের ১১ নং ওয়ার্ডের উদ্যোগে দুস্থদের মধ্যে বস্ত্র দান করা হয়। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, সমাজসেবী ডঃ অশোক সিনহা, ওয়ার্ডের কর্পোরেটর হীরালাল দেবনাথ। এদিন মেয়র দীপক মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন শারদীয়া দুর্গোৎসবের এই আনন্দ মুহূর্তে যেন সকল অংশের মানুষ নিজ সাধ্যমতে অংশগ্রহণ করতে পারে তার জন্য এই বস্ত্রদান কর্মসূচির আয়োজন বলে জানান। এদিনের কর্মসূচিতে এলাকার মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।



