বৃহস্পতিবার প্রথমবারের মতো ত্রিপুরার অন্যতম পর্যটন কেন্দ্র জম্পুই হিলে যান রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন জম্পুই হিলের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য প্রত্যক্ষ করে তিনি মোহিত ও অভিভূত হয়ে পড়েন এবং জম্পুই দ্বাদশ স্কুলে আয়োজিত ‘প্রতি ঘরে সুশাসন’, প্যারাগ্লাইডিং টেক অফ পয়েন্ট ও ল্যান্ডিং পয়েন্ট এবং জম্পুই দ্বাদশ স্কুলের নবনির্মিত ভবনের দ্বারোদঘাটন করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা মহোদয়া, টিআইডিসি চেয়ারম্যান টিংকু রায় মহোদয়, উত্তর জেলার জেলাশাসক নাগেশ কুমার বি মহোদয়, জেলা পুলিশ সুপার কিরণ কুমার কে মহোদয় সহ বিশিষ্ট ব্যক্তিগণ। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন প্যারাগ্লাইডিং পয়েন্ট উদ্বোধনের ফলে পর্যটকদের কাছে জম্পুই হিলের আকর্ষণ আরো বেড়ে যাবে। এতে উপকৃত হবেন এই এলাকার জনসাধারণ। পাশাপাশি শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নেও বিশেষ গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার। যার নজির জম্পুই দ্বাদশ স্কুলের নবনির্মিত ভবনের উদ্বোধন। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর মার্গদর্শনে ‘প্রতি ঘরে সুশাসন’ – এর অংশ হিসেবে আয়োজিত দুদিন ব্যাপী মেলায় বিভিন্ন প্রশাসনিক সুবিধা গ্রহণ করতে পারবেন এই এলাকার জনসাধারণ।



