Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদজাতীয় বিপর্যয় ত্রাণ তহবিল প্রকল্পে ক্ষতিগ্রস্ত কৃষকদের খোয়াই জেলা ভিত্তিক আর্থিক অনুদান...

জাতীয় বিপর্যয় ত্রাণ তহবিল প্রকল্পে ক্ষতিগ্রস্ত কৃষকদের খোয়াই জেলা ভিত্তিক আর্থিক অনুদান প্রদান

জাতীয় বিপর্যয় ত্রাণ তহবিল প্রকল্পে ক্ষতিগ্রস্ত কৃষকদের খোয়াই জেলা ভিত্তিক আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বুধবার তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে। এদিনের এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের খাদ্য এবং জন সংভরণ দপ্তরের মাননীয় মন্ত্রী মনোজ কান্তি দেব। এছাড়া এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খোয়াই জেলার জেলা সভাধিপতি জয়দেব দেববর্মা, তেলিয়ামুড়া পৌর পরিষদের পৌর পিতা রূপক সরকার সহ অন্যান্যরা। এদিনের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে খোয়াই জেলার অন্তর্গত বিভিন্ন এলাকার কৃষকদের মধ্যে সরকারিভাবে আর্থিক অনুদান কৃষকদের ব্যাংক একাউন্টে প্রদান করা হয়। এ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের খাদ্য এবং জন সংভরণ দপ্তরের মাননীয় মন্ত্রী মনোজ কান্তি দেব বলেন, বর্তমান কেন্দ্রীয় এবং রাজ্য সরকার কৃষক কল্যাণমুখী বিভিন্ন প্রকল্প চালু করেছে। ফলে এখন কৃষকরা বিভিন্ন সরকারি প্রকল্প গুলির সুবিধা নিতে পারছে এবং কৃষকরা এই প্রকল্পগুলির সুবিধা পাওয়ার ফলে কৃষি ব্যবস্থাকে সফলভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়ে উঠছে। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কৃষক কল্যাণমুখী বিভিন্ন প্রকল্পগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন মাননীয় মন্ত্রী। তাছাড়া তিনি এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিগত বাম সরকারের তীব্র সমালোচনা মুখর ছিলেন। এ দিনের এই অনুষ্ঠানে খোয়াই জেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষকদের উপস্থিতি এবং তাদের উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nine − 8 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য