মঙ্গলবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পুর কমিশনার শৈলেশ কুমার যাদব এবং আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা। এদিন মেয়র দীপক মজুমদার শ্রমিক ও ও নিয়মিত কর্মচারীদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে উৎসবের প্রাক মুহূর্তে মজুরি ও বেতন ভাতা বৃদ্ধি করার ঘোষণা দিল। এদিন তিনি জানান ২১৬৩ জন শ্রমিকের মজুরি প্রতিদিন বৃদ্ধি পেল ৫২ টাকা। বাড়ি বাড়ি ময়লা পরিষ্কারের কাজে নিযুক্ত ৪১৭ জন অনিয়মিত মহিলা শ্রমিকের ইন্সেন্টিভ প্রতি মাসে বাড়লো ৫০০ টাকা। তাছাড়া ৩৯ জন চুক্তিবদ্ধ কর্মচারীর প্রতি মাসে ৩০০০ টাকা বেতন ভাতা বৃদ্ধি করা হয়েছে। এতে করে পুর নিগমের বছরে খরচ হবে ৪ কোটি ২৯ লক্ষ ৯৩ হাজার ৩০৭ টাকা। বলা চলে নিগমের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি কর্মরত শ্রমিক ও অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীরা।



