ত্রিপুরায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে জাপান সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিতে চায়। তারই পরিপ্রেক্ষিতে সম্ভাব্য বিভিন্ন দিক খতিয়ে দেখতে সোমবার সচিবালয়ে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর অফিস কক্ষে নয়াদিল্লীস্থিত জাপান হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি মারি সাকাইয়ের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। প্রথমেই তিনি মারি সাকাই এর কাছে আততায়ীর গুলিতে নিহত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের অকাল প্রয়াণে দুঃখপ্রকাশ করেন এবং এই কাপুরুষোচিত আক্রমণের নিন্দা জানান। জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে বরাবরই ভারত-জাপান বন্ধুত্বপূর্ণ সম্পর্কে জোর দিতেন। তিনি ভারত-জাপান সম্পর্ক আরও সুদৃঢ় করতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। উভয়ের মধ্যে আলোচনাকালে ত্রিপুরায় যোগাযোগ ব্যবস্থা সহ অন্যান্য ক্ষেত্রে জাপান সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আগ্রহ প্রকাশ করার জন্য তিনি মারি সাকাই কে ধন্যবাদ জানান। উভয়ের মধ্যে সৌহার্দ্যপূরণ পরিবেশে খুবই ইতিবাচক আলোচনা হয়েছে যা নিকট ভবিষ্যতে খুবই ফলপ্রসূ হবে।



