উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী যীষ্ণু দেববর্মা ‘ দ্য ত্রিপুরা স্টেট গুডস এন্ড সার্ভিসেস টেক্স ( ফিফথ এমেন্ডমেন্ট ) বিল , ২০২২ ( দা ত্রিপুরা বিল নং ১৩ অব ২০২২ ) বিধানসভায় অনুমোদনের জন্য উত্থাপন করেন । বিরোধী দলের বিধায়ক ভানুলাল সাহা বিলটির উপর আলোচনা করেন । আলোচনার পর বিলটি সর্বসম্মতভাবে গৃহীত হয় । দ্য ত্রিপুরা এগ্রিকালচারেল প্রডিউস মার্কেটস ( ফিফথ এমেন্ডমেন্ট ) বিল , ২০২২ ( দ্য ত্রিপুরা বিল নং ১৪ অব ২০২২ ) বিলটি অনুমোদনের জন্য কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী প্রণজিৎ সিংহরায় বিধানসভায় উত্থাপন করেন । এই বিলটির উপর বিরোধী দলের বিধায়ক ভানুলাল সাহা আলোচনা করার পর বিলটি সর্বসম্মতভাবে গৃহীত হয় । বিধানসভায় অনুমোদনের জন্য তৃতীয় বিলটি বিধানসভায় উত্থাপন করেন শিক্ষা দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ । বিলটি হলো- দা ধাম্মাদিপা ইন্টারন্যাশনাল বুদ্ধিষ্ট ইউনিভার্সিটি লি , ২০২২ ( দ্য ত্রিপুরা বিল নং ১৫ অব ২০২২ ) । বিলটির উপর আলোচনা করেন বিধায়ক তপন চক্রবর্তী । আলোচনার পর বিলটি সর্বসম্মতভাবে গৃহীত হয় ।



