জনকল্যাণে অসংখ্য কর্মসূচি নিয়েছে ভারত সরকার | তার সফল রূপায়ণ হচ্ছে ত্রিপুরায়ও |বললেন তথ্য-সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস |ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন আগরতলা ফিল্ড অফিসের উদ্যোগে আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে শুরু হয়েছে এক বিশেষ প্রচার কর্মসূচী | যার মধ্যে রয়েছে কেন্দ্রে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকারের আট বর্ষপূর্তিতে সেবা, সুশাসন, ও গরিব কল্যাণ এর উপর কেন্দ্রীয় সরকার কি কি কর্মসূচি রুপায়ন করেছে এবং কি কি কর্মসূচি ভবিষ্যতে রূপায়িত করবে , সে গুলির উপর বিশেষ প্রদর্শনী | জনগণকে অবহিত করার লক্ষ্যে 26 সেপ্টেম্বর সোমবার থেকে জিরানিয়া মহাকুমার মজলিশ পুর গ্রাম পঞ্চায়েতের গুরুকুল কমিউনিটি হলে শুরু হয়েছে দুই দিনের এক প্রদর্শনী | তার আগে রবিবার প্রদর্শনীর বিষয় এলাকায় মাইকযোগে ব্যাপক প্রচার করা হয় | সোমবার প্রদর্শনীর আনুষ্ঠানিক সূচনা করেন , রাজ্য সরকারের তথ্য-সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস | শ্রী বিশ্বাস কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সঠিক রূপায়নের উপর গুরুত্বারোপ করেছে | এদিন তথ্য সংস্কৃতি দপ্তর এর অধিকর্তা প্রদর্শনী থেকে ছাত্র-ছাত্রীদের অনেক কিছু শেখার আছে বলে অভিমত ব্যক্ত করেন | বলেন, সরকারের জনকল্যাণমুখী প্রকল্প গুলি সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে হবে |অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছে সরোজ সাংস্কৃতিক সংস্থার শিল্পী বৃন্দ | এদিনের অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন আগরতলা ফিল্ড অফিসার এইচ কে চ্যাং |অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জিরানিয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান প্রীতম দেবনাথ , মজলিশপুর পঞ্চায়েত প্রধান মৌসুমী দাস ,বিশিষ্ট সমাজসেবী বিভূতি মজুমদার , সাংবাদিক তপন কুমার দাস প্রমূখ | এদিনের অনুষ্ঠানে একক নৃত্য পরিবেশন করেছে স্থানীয় শিল্পী আলিশা মজুমদার | শিল্পীর নৃত্য উপস্থিত দর্শকদের নজর কেড়েছে |



