রবিবার মহালয়ার পূর্ণ লগ্নে নেতাজি প্লে ফোরাম সেন্টারের উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা আয়োজন করা হয়। এদিনের প্রতিযোগিতায় শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পরিলক্ষিত হয়। এদিন নেতাজি প্লে ফোরাম সেন্টারের এক সদস্য জানান দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছর ক্লাবের উদ্যোগে নানা ধরনের সামাজিক কর্মসূচি পালন করা হয় যার মধ্যে উল্লেখযোগ্য হলো অনাথ আশ্রম বৃদ্ধাশ্রম ক্যান্সার হাসপাতাল বিভিন্ন প্রতিষ্ঠানে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ তাছাড়া এই সামাজিক কাজের অংশ হিসেবে রক্তদানের মতো কর্মসূচিও পালন করে থাকেন বলে।



