যথাযথ মর্যাদায় রাজ্যে পালিত হলো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ১০৭ তম জন্মবার্ষিকী। হিন্দুত্ববাদী মতাদর্শ দ্বারা পরিচালিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অগ্রদূতের জন্ম জয়ন্তী প্রতি বছরই নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করে আসছে ভারতীয় জনতা পার্টি।এদিন মূল অনুষ্ঠানটি হয় আগরতলা কৃষ্ণনগর স্থিত পার্টির প্রদেশ কার্যালয়ে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, দলের রাজ্য প্রভারী সাংসদ বি এল সন্তোষ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিজেপি প্রদেশ সভাপতি, রাজীব ভট্টাচার্য আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ আরো অনেকে। এদিনের অনুষ্ঠানে পন্ডিত দীনদয়াল এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত নেতৃত্বরা। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, পন্ডিত দীনদয়াল এর আদর্শ নিয়ে ই চলছে এখন কাজ। মানুষকে মুক্তির যে পথ তিনি দেখিয়েছেন, সেই পথকেই পাথেয় করে কেন্দ্র ও রাজ্য সরকার চলছে।



