2018 সালের রাজ্য বিধানসভা নির্বাচনের পর দুস্কৃতিকারীরা আগুন জ্বালিয়ে ভাঙচুর করে বন্ধ করেদিয়ে ছিল খোয়াই মহকুমায় সিপিএম দলের বহু দলীয় কার্যালয় সহ সুভাষ পার্কস্থিত পার্টির অঞ্চল অফিসটিও। এরপর খোয়াই শহরের উপর পার্টির অঞ্চল কার্যালয়টিও ছিল সাড়ে চার বছর ধরে বন্ধ। ইতিমধ্যে সেই পার্টি কার্যালয়টিকে নতুন ভাবে রং করিয়ে শনিবার দুপুরে একটি সভার মাধ্যমে এই কার্যালয়টি পুন:রায় খুললো সিপিএম। পাঁচ মাস বাদেই 2023 এর রাজ্য বিধানসভা নির্বাচন। নির্বাচনের পূর্বে বন্ধ পার্টি অফিস গুলো খুলতে না পারলে জনগণের কাছে পার্টি শক্তি নিয়ে খারাপ বার্তা যেতে পারে সেই আশঙ্কায় পরে পার্টির দলীয় নেতৃত্বরা বন্ধ অফিস গুলো খুলতে শুরু করে। শনিবার দুপুরে এ উপলক্ষে সুভাষ পার্ক বইমেলা মাঠে একটি সভার আয়োজন করে সিপিএম। সেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবাংলার পার্টি নেতা শতরূপ ঘোষ, পার্টির রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, স্থানীয় বিধায়ক নির্মল বিশ্বাস, জিএমপি নেতা রঞ্জিত দেববর্মা সহ অন্যান্যরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে বাংলার শতরূপ ঘোষ মোদি সরকারের তীব্র সমালোচনা করেন। রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন রাজ্যের প্রত্যেকটি মহকুমায় সন্ত্রাসের মাধ্যমে তাদের দলীয় কার্যালয় গুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল। রাজ্যে আইনের শাসন বলতে কিছুই নেই। চলছে শুধু লুটতরাজ। গত সাড়ে চার বছরে রাজ্যের সার্বিক কোনো উন্নয়ন হয়নি। এছাড়াও এ সভায় বক্তব্য রাখেন স্থানীয় বিধায়ক সহ অন্যান্য নেতৃত্বরা। অন্যদিকে শনিবার বিকেলে সিপিএমের হেলমেট বাহিনীও দুষ্কৃতীদের বিরুদ্ধে খোয়াই শহরে একটি বিক্ষোভ মিছিল করে বিজেপি যুব মোর্চা। এই মিছিল থেকে সিপিএমের দুষ্কৃতীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়া হয়, শান্তিপূর্ণ রাজ্যকে অশান্ত করার জন্য যে চক্রান্ত শুরু করেছে সিপিএম তা কোন অবস্থায় ফলপ্রসূ হতে দেবে না তারা। এই মিছিলে অংশগ্রহণ করেন খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার, বিজেপি জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর দাস সহ সমস্ত অংশের নেতারা।



