হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয়া দুর্গাপুজোর মাত্র ৬ দিন বাকি থাকলেও তেলিয়ামুড়া বাজার ব্যাবসায়ীদের বাজার মন্দা নেপথ্যে অনলাইনে ক্রেতাদের কেনাকাটার ধুম, ফলে বাজার ব্যাবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ। পূজোর বাকি মাত্র ছয় (৬) দিন। কিন্তু বাজারে দেখা নেই ক্রেতা সাধারণের। এর নেপথ্যে একমাত্র অনলাইন শপিং। বর্তমান ইন্টারনেটের যুগে দাঁড়িয়ে সাধারণ মানুষ জনেরা এখন বাড়িতে বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে শপিং করছে প্রায় প্রত্যেকদিন। এতে করে কর্ম-ব্যাস্ত জনজীবনে বাজার থেকে দ্রব্য সামগ্রী ক্রয় করার ঝামেলা নেই। অন্যদিকে বাজার ব্যাবসায়ীরা বিভিন্ন রকম দ্রব্য সামগ্রীর পরসা সাজিয়ে বসে থাকলেও দেখা মেলা ভার ক্রেতাদের। শনিবার তেলিয়ামুড়া বাজারে গিয়ে প্রত্যক্ষ করা গেল বেশিরভাগ দোকানই ক্রেতা শূন্য। কাপড়-চোপড় থেকে শুরু করে জুতো সঙ্গে প্রসাধন সামগ্রীর দোকান সব জায়গাতেই ক্রেতা শূন্য। ফলে দোকানিদের কপালে এক প্রকার চিন্তার ভাঁজ।
কথা প্রসঙ্গে তেলিয়ামুড়া বাজারের বিভিন্ন ব্যাবসায়ীরা জানিয়েছেন,, একদিকে যেমন অনলাইন শপিং-এর কারনে মার খাচ্ছে দোকান ব্যাবসায়ীরা, অন্যদিকে চলছে আর্থিক মন্দা ফলে বাজারে বিক্রেতারা পরসা সাজিয়ে বসে থাকলেও দেখা মিলছে না ক্রেতাদের। তবে বিক্রেতাদের আশা, সরকারি কর্মচারীদের হাতে পূজোর বোনাস চলে এলে বাজারে কিছু সংখ্যক ক্রেতার দেখা মিলতে পারে। সেই অপেক্ষায় এখন চাতক পাখির মতো বসে আছে তেলিয়ামুড়া বাজারের ব্যাবসায়ী’রা।



