জানা যায়, পেশায় দিন মজুর মলিন দেব্বর্মা নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করার জন্য শুক্রবার সন্ধ্যা রাতে গুরু চরন পাড়া এলাকায় যাওয়া মাত্রই। আচমকাই মলিন দেববর্মাকে প্রকাশ্যে লাঠি সহ মাংস কাটার ধারালো দা দিয়ে প্রাণঘাতী আক্রমণ চালায় যুদ্ধ কুমার দেব্বর্মা নামের এক ব্যক্তি। প্রকাশ্যে এই আক্রমণের ঘটনা সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। মলিন দেববর্মাকে বেধড়কভাবে আক্রমণ করতে দেখে আরো দুজন তাকে বাঁচাতে আসলে, তাদের উপরও যুদ্ধ কুমার দেব্বর্মা নামের ওই ব্যক্তি ধারালো দা দিয়ে আক্রমণ চালায় বলে অভিযোগ। পরবর্তীতে তারা আহত অবস্থায় ঘটনাস্থল থেকে পালিয়ে এসে তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয় এবং যুদ্ধ কুমার দেব্বর্মা নামের ওই ব্যক্তির বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় অভিযোগ দায়ের করে। আক্রান্ত মলিন দেব্বর্মা জানায়, কি কারনে তার উপর এই প্রাণঘাতী হামলা হয়েছে সে কিছুই জানে না। আচমকাই যুদ্ধ কুমার দেববর্মা তার ওপর লাঠি সহ ধারালো দা দিয়ে প্রাণঘাতী আক্রমণ চালায় বলে সে অভিযোগ করে। এই আক্রমণ সে গুরুতর আহত হয়েছে এবং তাকে বাঁচাতে আসা দু-জনকেও ধারালো দা দিয়ে আক্রমণ করা হয়েছে বলে তার অভিযোগ। শুক্রবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে জনমনে এক প্রকার আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখন এটাই দেখার বিষয় তেলিয়ামুড়া থানা এলাকায় প্রকাশ্যে ৩ জনকে প্রাণঘাতী প্রাণঘাতী হামলার এই ঘটনার তদন্তে নেমে পুলিশ কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে।।



