বনকুমারীস্থিত নেতাজি সংঘের উদ্যোগে এক মেগা রক্তদানের ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় শনিবার। উদ্বোধন করেন এলাকার বিধায়ক রেবতী মোহন দাস, ডক্টর সেলের রাজ্য কনভেনার ডক্টর সুশান্ত রায় সহ অন্যান্যরা। এদিন বিধায়ক রেবতী মোহনদাস সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭২ তম জন্মদিন উপলক্ষে 15 দিনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, এই কর্মসূচির অঙ্গ হিসাবে রক্তদান ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা এই স্বাস্থ্যশিবির ও রক্তদানের মধ্য দিয়ে এলাকার গরীব অংশের মানুষদের উপকারের পাশাপাশি রাজ্যের ব্লাড ব্যাংকে রক্তস্বল্পতা দূরীকরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ দিনের রক্তদান ও স্বাস্থ্য শিবিরে এলাকার মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।



