প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭২ তম জন্মদিন উপলক্ষে আগরতলা পুর নিগমের নর্থ জুনালের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় শ্যামলী বাজার নর্থ জুনাল অফিসে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। এদিন মেয়র সংবাদ মাধ্যমকে জানান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭২ তম জন্মদিন উপলক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন করা, যার মধ্য দিয়ে রাজ্যের রক্তস্বল্পতা দূর করা এবং এই মহৎ উৎসবে রাজ্যের বিভিন্ন স্তরের ক্লাব সংস্থা এবং সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান রাখেন। এদিনের রক্তদান শিবিরে রক্তদাতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।



