শুক্রবার সন্ধ্যায় খোয়াই আগরতলা ভায়া সুবল সিং সড়কের ছনখলাতে বেপরোয়া গাড়িচাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মহিলার। মৃত মহিলার নাম শিলা রানী দেববর্মা বয়স 50। উনার বাড়ি ছনখলা এলাকার গণক রাম চৌধুরীপাড়ায়। দুর্ঘটনার খবর পেয়ে দমকলকর্মীরা খোয়াই থেকে ছুটে গিয়ে ছনখলা থেকে গুরুতর জখম মহিলাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার বিষয়ে দমকল কর্মীরা জানান শিলা রানী দেববর্মা ছনখলা রাস্তার পাশ দিয়ে বাড়ি যাচ্ছিলেন ।সেই সময় একটি গাড়ি উনাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন দমকল কর্মীদের খবর করেন। এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।



