Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যছনখলায় গাড়ি চাপায় মহিলার মৃত্যু

ছনখলায় গাড়ি চাপায় মহিলার মৃত্যু

শুক্রবার সন্ধ্যায় খোয়াই আগরতলা ভায়া সুবল সিং সড়কের ছনখলাতে বেপরোয়া গাড়িচাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মহিলার। মৃত মহিলার নাম শিলা রানী দেববর্মা বয়স 50। উনার বাড়ি ছনখলা এলাকার গণক রাম চৌধুরীপাড়ায়। দুর্ঘটনার খবর পেয়ে দমকলকর্মীরা খোয়াই থেকে ছুটে গিয়ে ছনখলা থেকে গুরুতর জখম মহিলাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার বিষয়ে দমকল কর্মীরা জানান শিলা রানী দেববর্মা ছনখলা রাস্তার পাশ দিয়ে বাড়ি যাচ্ছিলেন ।সেই সময় একটি গাড়ি উনাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন দমকল কর্মীদের খবর করেন। এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nine + two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য