Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদবিদ্যুৎ ঠিকেদারের চূড়ান্ত উদাসীনতায় মৃত্যু হল এক নাবালক শ্রমিকের

বিদ্যুৎ ঠিকেদারের চূড়ান্ত উদাসীনতায় মৃত্যু হল এক নাবালক শ্রমিকের

বিদ্যুৎ নিগমের চূড়ান্ত খামখেয়ালীপনার কারনে ঠিকেদারের মাধ্যমে বিদ্যুৎ সারাই করতে গিয়ে একের পর এক মৃত্যু হচ্ছে বিদ্যুৎ শ্রমিকদের। প্রথমত: ঠিকেদার নাবালক ছেলেদের বিদ্যুৎ সারাইয়ের কাজে নিচ্ছেন আর দ্বিতীয়তঃ বিদ্যুৎ সারাই কর্মীদের কোন ধরনের বীমা করাচ্ছেন না ঠিকেদার। জীবন ঝুঁকিপূর্ণ এই দপ্তরে যে সমস্ত ঠিকেদাররা এ ধরনের অবৈধ কাজ করছেন তাদেরকে প্রশ্রয় দিয়ে চলছেন সংশ্লিষ্ট সিনিয়র ম্যানেজাররা। আর তাতে করে মৃতের পরিবার কোন ধরনের সাহায্যই পারছেন না। শুক্রবার সকালে ধলাবিল বনবীথি পার্কের সামনে বৈদ্যুতিক তারের পাশে গাছের ডালপালা কাটতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক নাবালক বিদ্যুৎ শ্রমিকের। মৃত শ্রমিকের নাম সুধীর মুন্ডা তার বয়স 16। বাড়ি খোয়াই থানাধীন ছনখলা এলাকার দিন দয়াল পাড়ায়। ঘটনার বিবরণে জানা যায় ছনখলা এলাকার বিদ্যুৎ ঠিকেদার দিলীপ দেববর্মা আট দশজন নাবালক ছেলেদের এনে বৈদ্যুতিক তারের পাশে গাছের ডালপালা কাটার জন্য নিযুক্ত করে। ওই শ্রমিকদের কারোরই তিনি জীবন বীমা করার নি। ধলাবিল সাবস্টেশনের সিনিয়র ম্যানেজার পরেশ দেববর্মা নিজের নামে শাটডাউন নেন ধলা বিল থেকে কমলপুর অব্দি একটি এস টি লাইনের ফিডারে। শ্রমিকরা যখন লাইনে কাজ করছিল তখন পাশের আরেকটি চলতি ফিডারে একটি গাছের ডালে গিয়ে লাগতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে ছিটকে পড়ে সুধীর মুন্ডা। সঙ্গে সঙ্গে তাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে অন্যান্য শ্রমিকরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনার পরেই বিদ্যুৎ ঠিকেদার পালিয়ে যায়। এই দুর্ঘটনা নিয়ে ধলাবিলের সিনিয়র ম্যানেজার পরেশ দেববর্মাও পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য