জানা যায় শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় বাড়ির লোকজনদের অনুপস্থিতিতে নিজ ঘরে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন মধ্য বক্সনগর গ্রাম পঞ্চায়েত ৩ নং ওয়ার্ড এলাকার বক্সনগর বন দপ্তরে চাকুরীরত রবিউল হোসেন এর স্ত্রী হোস নেহারা বেগম ঘরের সিলিং পাখাতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।এ ঘটনারই প্রথম তার পুত্র সন্তান দেখতে পেয়ে চিৎকার করাতে স্বামী রবিউল হোসেন অফিস থেকে বাড়িতে এসে দেখতে পায় তার স্ত্রী ফাঁসিতে ঝুলে রয়েছে। তড়িঘড়ি দরজা ভেঙ্গে তার স্ত্রীকে ফাঁসি থেকে নামিয়ে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে।কর্তব্যরত চিকিৎসক ডক্টর রতন দেববর্মা,তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন।বর্তমানে তার মৃতদেহ বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের মর্গে রয়েছে। ময়না তদন্ত করার পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানান চিকিৎসক। এই ঘটনার খবর পেয়ে কলমচৌড়া থানার এস আই ডেভিডালং ঘটনাস্থলে ছুটে আসেন।তবে গৃহবধূ কি কারণে ফাঁসিতে আত্মহত্যা করেন তা এখনো জানা যায়নি।গৃহবধূ হোসনেয়ারার বাপের বাড়ি উত্তর ত্রিপুরা মনু মহকুমার ধুমছড়া এলাকায়। জানাযা তাদের দুজন পুত্র সন্তান রয়েছে।এই ঘটনা পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।



