Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদমৃৎশিল্পীরা চরম ব্যস্ততার মধ্য দিয়ে প্রতিমা তৈরির কাজ চালিয়ে যাচ্ছে

মৃৎশিল্পীরা চরম ব্যস্ততার মধ্য দিয়ে প্রতিমা তৈরির কাজ চালিয়ে যাচ্ছে

হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি । তারপরেই অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়ে যাবে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয়া উৎসব । ভোরের আকাশের ঘনঘটা শিশির এর উপর সোনালী রোদের ঝিকিমিক শারদীয়া উৎসবে শুরু হওয়ার প্রাক্কালে এক অন্য মাত্রায় এনে দেয় আনন্দে মাতোয়ারা হওয়া প্রেমীদের মধ্যে । কিন্তু এর পেছনে বিশেষ অবদান রয়েছে মৃতশিল্পীদের। কারণ মিন্ময়ী মাকে চিন্মই করে তোলার জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চলছে মূর্তি পাড়ার মৃৎশিল্পীরা । বৃহস্পতিবার তেলিয়ামুড়ার আশপাশের বিভিন্ন মূর্তি পাড়া গুলোতে গিয়ে প্রত্যক্ষ করা যায় মৃতশিল্পীরা চরম ব্যস্ততার মধ্য দিয়ে প্রতিমা তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন । বিগত দুই বছর করুণা মহামারীর দাপাদাপি থাকার কারণে মৃৎশিল্পীরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন । কিন্তু এবছর গোটা রাজ্যেই করুণার তেমন দাপাদাপি নেই । সেই কারণে শারদীয়া পূজোর সংখ্যাটাও বেড়ে গেছে । গ্রামীন এলাকা গুলো, থেকে প্রত্যন্ত এলাকা, এবং শহর এলাকা সর্বত্রে পুজোর রব বয়ে চলছে । মৃৎশিল্পী ৩৫ বছরে অভিজ্ঞতা সম্পন্ন বাবুল রুদ্র পাল কথা প্রসঙ্গে জানান,, প্রতিমা তৈরী সামগ্রী এবং দেবী অংঙ্গা ভূষণের সামগ্রিকগুলির দ্রব্য মূল্য বৃদ্ধি ঘটলেও প্রতিমার দাম বৃদ্ধি পায়নি । তবে সে যাই হোক না কেন এবার স্বাভাবিকভাবে পুজোর সংখ্যা বেড়ে যাওয়ায় মৃৎশিল্পীদের মুখেও হাসি ফুটেছে । তিনি এটাও জানালেন,, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রতিমা তৈরি করার জন্য অর্ডার পেলেও তিনি তা পারছেন না। কারণ এবার প্রতিমা তৈরির জন্য শ্রমিকের সংকট । প্রয়োজনীয় টাকা দিয়েও শ্রমিক পাচ্ছেন না । তাই মৃৎশিল্পীরা প্রতিমা তৈরি করার জন্য অহরহভাবে অর্ডার পেলেও সম্পব হচ্ছে না শ্রমিক সংকটের কারণে । যার কারনে মৃৎশিল্পীরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে । অন্যদিকে পূর্বেও প্রতিমা তৈরীর ক্ষেত্রে শ্রমিক সংকট ছিল কিন্তু তেমন সংকট ছিল না । বর্তমান সময়কালে শ্রমিক সংকট যেন নিদারুন সমস্যায় জর্জরিত মৃৎশিল্পীরা ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

8 + 10 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য