Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদআশ্রমটিলা এলাকায় লোকালয়ে খোঁজ পাওয়াগেলো অজগর সাপের

আশ্রমটিলা এলাকায় লোকালয়ে খোঁজ পাওয়াগেলো অজগর সাপের

শান্তির বাজার পৌর পরিষদের ১১ নং ওয়ার্ডে আশ্রমটিলা এলাকায় বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৩ ঘটিকায় একটি অজগর সাপ দেখতে পায় এলাকাবাসী। এলাকার কাউন্সিলারের ধানের জমিতে এই সাপ দেখাযায়। পরবর্তী সময় এলাকাবাসী এই সাপটিকে আটক করে বনদপ্তরে খবর দেয়। এইদিকে লোকালয়ে অজগর সাপ আটক করার ঘটনা এলাকায় ছরিয়ে পরতে অজগর সাপ দেখার জন্য এলাকার লোকজন্য কৌতুহল জাগে। পরবর্তী সময় বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাপটি ঘটনাস্থলথেকে নিয়েযায়। জানাযায় এই অজগর সাপটির বয়স আনুমানিক ১ মাস হয়েছে। অপরদিকে যেই ব্যাক্তি সাপটি আটক করছেন তিনি সংবাদমাধ্যমের সামনে সমস্ত ঘটনার বিবরন তুলেধরেন। তারপাশাপাশি তিনি জানান এই এলাকায় প্রথমবারের মতো অজগর সাপ দেখাগেলো।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

14 + 16 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য