বুধবার কালিকা জুয়েলার্স এর পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এদিনের বৈঠকে সংস্থার কর্ণধার জানান আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর রাজধানীর স্বনামধন্য জুয়েলার্স কালিকা জুয়েলার্সের তরফ থেকে আয়োজিত হচ্ছে শারদীয় মিলনমেলায় স্বাগত শীর্ষক প্যাকেজ অনুষ্ঠান। তাছাড়া এই প্যাকেজে প্রতিদিন পঞ্চকন্যারা মজুরিতে সম্পন ছাড় পাবেন ।সেই সঙ্গে রয়েছে আকর্ষণীয় উপহারসহ মজুরিতে ২০% ছাড়। কালিকা জুয়েলার্স প্রতিষ্টানের তরফে জানানো হয়েছে মিলন মেলা ও ধনতেরাসের পূর্ণলগ্নে পাঁচ জন সোনার মেয়ে প্রত্যেকে উপহার হিসাবে পাবেন একটি করে স্কুটি।



