প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে যত জন শহীদ হয়েছে তাদের পরিবারকে সম্মাননা জ্ঞাপন করে এনসি সি। বুধবার আগরতলায় দুজন শহীদের পরিবারকে সম্মাননা প্রদান করেন এন সি সি। এদিন সংবাদমাধ্যমকে এক এনসিসি আধিকারিক জানান রাজ্যে এনসিসি একাডেমি স্থাপনের ১০ কোটি টাকা বরাদ্দ হয়েছে এবং অচিরেই শুরু হবে এনসিসির একাডেমির কাজ এবং এই একাডেমি স্থাপনের পর এনসিসি ক্যাডেটদের বিভিন্ন রকমের প্রশিক্ষণ প্রদান করা হবে যার মাধ্যমে এরা ভারতীয় সেনাবাহিনী, এম ডি আর এফ এবং যদি পুলিশ প্রশাসনেও যেতে চায় সেক্ষেত্রে তাদের সুবিধা হবে বলে জানান তিনি।



