Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদবিভিন্ন দাবি-দাওয়া নিয়ে খোয়াই সিপি আই এম দলের পক্ষ থেকে খোয়াই শহর...

বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে খোয়াই সিপি আই এম দলের পক্ষ থেকে খোয়াই শহর জুড়ে এক বাইক রেলী ও পদযাত্রার আয়োজন করা হলো

কাঠ ফাটা প্রখর রৌদ্রতাপ আর তীব্র দাবদাহের মাঝেই হলো বাইক রেলী আর পদযাত্রা। সব প্রাকৃতিক প্রতিকূলতাই এদিন পরাস্ত হলো অলি গলি রাজপথের দখল নেওয়া সংগ্রামী মানুষের দৃপ্ত মেজাজের কাছে।লাল ঝান্ডার দাপটে ছিন্নভিন্ন হয়ে গেল শাসকের পাতা ষড়যন্ত্রের জাল।ভয়ভীতি, হুমকি আর সন্ত্রাসের কাছে মাথা নোয়ানোর দিন শেষ।বরং এখন বীরদর্পে পশ্চাদপসরণে ব্যাস্ত শাসকদলীয় দুর্বৃত্তরাই।মংগলবার আলোড়িত হলো খোয়াইয়ের মধ্য গণকী আর সোনাতলা পঞ্চায়েতের অলি গলি রাজপথ।গণতন্ত্র পুণরুদ্বার সহ আইনের শাসন প্রতিষ্ঠা, বেকারের কর্মসংস্থান, প্রয়োজনীয় শিক্ষকের ব্যাবস্থা করা, স্বাস্থ্য ও বিদ্যুৎ পরিষেবার মানোন্নয়ন ও রেগা , টুয়েপ প্রকল্পের মজুরী বৃদ্ধি সহ শ্রমদিবসের সংখ্যা বাড়ানোর দাবীতে ছিল এদিনের বাইক রেলী ও পদযাত্রার কর্মসূচী। খোয়াই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে গত ২২শে আগস্ট থেকেই চলছে লাগাতার কর্মসূচী।মংগলবারের কর্মসূচী ছিল সপ্তম দিনের।খোয়াই ব্লকের মধ্য গণকী ও সোনাতলা পঞ্চায়েতের এলাকায় ঘুরলো এদিনের বাইক রেলী ও উদ্দীপ্ত পদযাত্রা। গণতন্ত্র পুণঃ প্রতিষ্ঠা সহ আইনের শাসন চাই।এই শ্লোগানে এদিন মুখরিত হলো দুটি পঞ্চায়েতের মেঠো পথ।গণতন্ত্র পুণরুদ্বারের শপথ নিলেন শত শত মানুষ। বেকারের কর্মসংস্থান, শিক্ষকের অভাব দূরীকরণ, স্বাস্থ্য ও বিদ্যুৎ পরিষেবার মানোন্নয়ন ও রেগা , টুয়েপে মজুরী বৃদ্ধি সহ পর্য্যাপ্ত কাজের ব্যাবস্থা করার দাবীতে আগামীদিন দুর্বার লড়াই সংগ্রামের আহ্বান জানানো হলো এদিনের কর্মসূচী থেকে। এদিন বেলা বারোটা নাগাদ গণগণে রৌদ্রকরোজ্বল সূর্য্য যখন মধ্য গগণে , তখন পীচগলা রাজপথে প্রথমে নামে পার্টি কর্মীদের বাইক রেলী।শহরের কবিগুরু পার্কের রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে সি পি আই ( এম)র রাজ্য কমিটির সদস্য বিধায়ক নির্মল বিশ্বাস ও পার্টির জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুখেন্দু বিকাশ দে-র নেতৃত্বে শুরু হয় বাইক রেলী।লাল ঝান্ডাধারী পার্টি কর্মীদের মাথায় লাল টুপি।বাইক রেলী শহরের বনকর , জননেতা রঞ্জন রায় সেতু, নিবেদিতা পার্ক, এন সি অ্যাভেনিও পার হয়ে সুভাষপার্ক অতিক্রম করে গণকী দিয়ে এবার প্রবেশ করে মধ্য গণকী পন্চায়েতের এলাকায়। তবলাবাড়ী দিয়ে সোনাতলা আই টি আই রোড হয়ে বাইক রেলী সোনাতলা বাজার হয়ে পশ্চিম সোনাতলায় স্থানীয় দ্বাদশ স্কুলের সামনে গিয়ে শেষ হয়। তখন বেলা একটা।কয়েক কিলোমিটার পথ ঘুরলো বাইক রেলী।
এরপর এখান থেকেই , অর্থাৎ বাইক রেলী সমাপ্তির স্থান থেকেই শুরু হলো লাল ঝান্ডার পদযাত্রা।হাতে হাতে লাল ঝান্ডা, আর মাথায় লাল টুপি। সামনে মূল ব্যানার।লাল সাজে সজ্জিত পদযাত্রীদের অভিযান এগিয়ে চলে সোনাতলা পঞ্চায়েতের বিভিন্ন পাড়া ও মহল্লা অভিমুখে।প্রচুর মানুষ বাড়ীর বাইরে এসে এদিন লাল ঝান্ডার দৃপ্ত অভিযানের স্বাক্ষী হন।ভবতোষ পাড়ার ভেতর দিয়ে সোনাতলা বাজার হয়ে এবার মহাদেবটিলা বাজার।সেখান থেকে ঘূরে মহাবীর চৌমুহনী দিয়ে পদযাত্রা এবার পৌঁছে গেল পশ্চিম সোনাতলা পঞ্চায়েতের স্থানীয় দ্বাদশ স্কুলের সামনের রাস্তায়।সেখানেই কয়েক কিলোমিটার পথের পদযাত্রার পরিসমাপ্তি ঘটলো।পদযাত্রার নেতৃত্বে ছিলেন পার্টি নেতা বিধায়ক নির্মল বিশ্বাস, বিষ্ণুজিৎ দস্তিদার, কানন দত্ত, গৌতম পাল, সঞ্জয় বিশ্বাস, অজয় দাস, মনোজ দাস প্রমুখ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য