রবিবার শেষ রাতের এক মুষলধারা বৃষ্টিতে মাটি ধ্বসে পড়ে এক জুমিয়া’র বসত ঘর সম্পূর্ণভাবে ভেঙ্গে যায়, অল্পেতে প্রাণে বাঁচে জমিয়া সহ তার পরিবার। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী আর.ডি ব্লকের অন্তর্গত তুইকর্মা এ.ডি.সি ভিলেজ এলাকায়।
খবরে জানা যায়,, ওই এলাকার পেশায় জুমিয়া হানি দেববর্মা সহ স্ত্রী সন্তান মিলে তিন জনের পরিবার। রবিবার রাতে অন্যান্য দিনের মতো খাওয়া-দাওয়া শেষ করে ঘুমাতে চলে যায়। কিন্তু, রবিবার শেষ রাতের মুষলধারা বৃষ্টিতে মাটি ধ্বসে পড়ে হানি দেববর্মার একটি মাত্র বসত ঘরে। এতে হতচকিয়ে ঘুম ভেঙ্গে উঠে কোন প্রকার প্রাণে বাঁচে হানি দেববর্মা সহ তার পরিবারের লোকজন। তবে পেশায় জুমিয়া হানি দেববর্মার একটিমাত্র বসত ঘর ভেঙ্গে বর্তমানে পরিবার-পরিজন নিয়ে মাথা গোঁজার আশ্রয়টুকু হারিয়েছে সে। নষ্ট হয়ে যায় বসত ঘরে থাকা সব জিনিসপত্র। তবে হানি দেববর্মা সহ তার পরিবারের লোকজন চাইছে,, প্রশাসন যেন তাদের সাহায্যার্থে এগিয়ে আসে।।



