আইপিএফটি বিধায়ক বৃষকেতু দেববর্মার বিধায়ক পদ বাতিল হচ্ছে সোমবার এমনটাই ইঙ্গিত পাওয়া গেল সোমবার অধ্যক্ষের কথায়। বৃষকেতু দেববর্মাকে এর আগে অনেকবার সুযোগ দেওয়া হয়েছে কিন্তু তিনি স্বশরীরে হাজির হননি, তাই সোমবার শেষ সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু উনি আজকেও হননি। যিনি বিশ্বকেতুর বিধায়ক পথ বাতিল করার আবেদন জানিয়েছিলেন সেই আইপিএফটি দলের সভাপতি এন সি দেববর্মাশারীরিক অসুস্থতার জন্য উপস্থিত হতে পারিনি কিন্তু ওনার আইনজীবীকে সমস্ত নথিপত্র সহ উনি পাঠিয়েছেন আজকের শুনানিতে। এদিন অধ্যক্ষ জানান বিশ্বকেতু অধ্যায় সমাপ্ত। সমস্ত কিছু দেখে বিচার বিবেচনা করে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যা আগামীকাল উনি সংবাদ মাধ্যমকে জানিয়ে দেবেন।



