Sunday, January 25, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদপার্টির কর্মী সমর্থকদের বাড়ী ঘরে হামলার অভিযুক্তরা গ্রেপ্তার না হবার কারণে খোয়াইয়ে...

পার্টির কর্মী সমর্থকদের বাড়ী ঘরে হামলার অভিযুক্তরা গ্রেপ্তার না হবার কারণে খোয়াইয়ে সি পি আই এমর বিক্ষোভ মিছিলও থানা ঘেরাও

গত 5 দিন আগে খোয়াইয়ে সি পি আই এম কর্মী সমর্থকদের বাড়ীঘরে হামলা , হুজ্জুতি, আক্রমণ ও ভাঙচুর করার ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করার পরেও গ্রেপ্তার হয়নি।এখনো নয়জন অভিযুক্তরা সবাই পুলিশের ধরাছোঁয়ার বাইরে। অথচ ঘটনার পর 5 দিন পেরিয়ে গেছে।ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত দুর্বৃত্তদের গ্রেপ্তার সহ এদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করার দাবীতে রবিবার খোয়াইয়ে সি পি আই এমর উদ্যোগে বিক্ষোভ মিছিল সংঘটিত হয় ও পরে থানা ঘেরাও করেন ক্ষুব্ধ মানুষ। থানার সামনে বিক্ষোভ চলাকালীন সময়ে পুলিশ আধিকারিকেরা বাইরে এসে নেতৃবৃন্দের সাথে কথা বলেন।আধিকারিকেরা জানান,পুলিশ আইন অনুসারে মামলার তদন্ত জারী রেখেছে।অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করার ক্ষেত্রে পুলিশ সক্রিয় রয়েছে। উল্লেখ্য যে, বুধবার রাতে খোয়াইয়ের বারবিল পঞ্চায়েতের ঋষিপাড়ায় স্থানীয় শাসকদলীয় দুর্বৃত্তরা বেছে বেছে সি পি আই এম কর্মী সমর্থকদের বাড়ীঘরে হামলা চালায়। মোট ছয়টি বাড়ী এদের হাতে আক্রান্ত হয়।বাড়ীর বাউন্ডারির বেড়া ও গেইট সহ ঘরের আসবাবপত্র ও বাসনপত্র ভাঙচুর করে।বেশ কয়েকটি ঘর ভাঙচুর করে।একজন মহিলা সহ দুজনকে শারীরিক নিগৃহীত করা হয়। একটি অটোরিকশা ভাঙচুর করে।নিগৃহীত একজন এখনো আগরতলায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরদিনই অভিযুক্তদের নামধাম জানিয়ে খোয়াই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় আক্রান্ত পরিবারগুলোর তরফে।মোট নয়জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্তদের কাউকেই পুলিশ ঘটনার 5 দিন পরেও গ্রেপ্তার করেনি।ফলে স্বাভাবিক ভাবেই এলাকায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
ঘটনায় জড়িত বলে অভিযুক্তদের গ্রেপ্তার সহ এদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করার দাবীতে রবিবার সি পি আই এম এর ডাকে খোয়াইয়ে বিক্ষোভ মিছিল সংঘটিত হয়। পরে ক্ষুব্ধ মানুষ খোয়াই থানা ঘেরাও করেন।বেলা বারোটায় পার্টির জেলা অফিসের সামনে থেকে শুরু হয়ে মিছিল বিভিন্ন পথ ঘুরে যায় থানার সামনে। থানার মূল প্রবেশ পথে দাঁড়িয়ে পার্টির নেতা কর্মী সমর্থকেরা সম্মিলিত কন্ঠে শ্লোগান তুলে বিক্ষোভ প্রদর্শন শুরু করলে থানার সেকেন্ড অফিসার সহ অন্যান্য পুলিশি আধিকারিকেরা বিক্ষোভ প্রদর্শনের স্থানে এসে নেতৃবৃন্দের সাথে কথা বলেন। হামলার ঘটনার পর চারদিন অতিক্রান্ত। এখনো অভিযুক্তদের কেহই গ্রেপ্তার হয়নি।অথচ অভিযুক্তরা বহাল তবিয়তে ঘোরাফেরা করছে।এমনকি এখনো বিরোধী দলের লোকজনদের ভয়ভীতি দেখাচ্ছে। থানা থেকে লিখিত অভিযোগ প্রত্যাহার করার জন্য চাপ দিচ্ছে। না হলে বিপদ হবে বলে হুমকি দিচ্ছে। এরপরেও কেন পুলিশ নিষ্ক্রিয়? জিজ্ঞাসা করা হলে পুলিশ আধিকারিকেরা জানান , আক্রান্ত পরিবারগুলোর তরফে দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে আইন অনুযায়ী তদন্ত জারী রেখেছে।থানায় এসে হাজিরা দেওয়ার জন্য অভিযুক্তদের নোটিশ ইস্যু করা হয়েছে।তাই পুলিশের দিক থেকে নিষ্ক্রিয়তার কোন প্রশ্ন নেই।কিন্তু হুমকী বা ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ পেলে পুলিশ নিশ্চয়ই আইনানুগ ব্যবস্থা নেবে।রাতে বারবিলের ঋষিপাড়া এলাকায় পুলিশী টহলের দাবী জানান বিক্ষোভ প্রদর্শন কর্মসূচীতে সামিল মানুষ।পুলিশী টহলের আশ্বাস দেন আধিকারিকেরা। এদিনের মিছিল ও বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচীতে নেতৃত্ব দেন সি পি আই ( এম)র রাজ্য কমিটির সদস্য বিধায়ক নির্মল বিশ্বাস, মহকুমা কমিটির সদস্য গৌতম পাল, বিষ্ণুজিৎ দস্তিদার, মনোজ দাস, কানন দত্ত, অজয় দাস , সঞ্জয় বিশ্বাস প্রমুখ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য