পরিতক্ত নিজ বাড়িতে ফাঁসিতে আত্মহত্যা করল এক যুবক ঘটনা খোয়াই থানাধীন লালটিলা এলাকায়। জানা যায় রবিবার সন্ধ্যো নাগাদক খোয়াই লালটিলা এলাকার বাসিন্দা মৃত ভগবান চন্দ্র বিশ্বাস এর ছোট ছেলে প্রকাশ বিশ্বাস (35) লালটিলা স্থিত নিজেদের পুরনো বাড়ির বারান্দায় ফাঁসিতে আত্মহত্যা করে। জানা যায় মৃত প্রকাশ বিশ্বাস তিন ভাই মা বাবা মারা যাওয়ার পর তিন ভাই পুরনো বাড়ি ছেড়ে বিভিন্ন জায়গায় ঘর ভাড়া করে বসবাস করতে থাকে ।বড় ভাই খোয়াই লালছড়া এলাকায় ভাড়া থাকে অন্য দুই ভাই প্রকাশ সহ আগরতলায় থাকেন। বিশ্বকর্মা পূজার দিন সকালে প্রকাশ বিশ্বাস লালটিলা স্থিত তাদের পুরনো বাড়িতে আসে। সারাদিন ঘোরাঘুরি করে রাতে কোথায় রাত্রি যাপন করেছে এলাকাবাসী কেউ জানে না এমনকি মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও এলাকাবাসী প্রকাশকে লালটিলা বাজারে দেখতে পেয়েছে কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সবকিছুই শেষ। তার মৃত্যুর পর এলাকাবাসীর সন্দেহ আগরতলা তে থাকা অবস্থায় তার স্ত্রীর সাথে কোন ধরনের ঝামেলা হয়েছে না হলে বিশ্বকর্মা পুজোর দিন কেনইবা পুরনো বাড়িতে আসবে যে বাড়িতে কেউ থাকেনা। প্রকাশ নিজেও একজন দিনমজুরের কাজ করে সংসার প্রতিপালন করে স্ত্রীর পাশাপাশি 8 বছরের একটি ছেলে ও রয়েছে। কি কারণে আগরতলা থেকে বিশ্বকর্মা পূজার দিন এসে পরদিন রবিবার বিকালে নিজেদের পুরনো বাড়ির বারান্দায় ফাঁসিতে আত্মহত্যা করল সেই রহস্যই খুঁজছে পুলিশ। কেন আত্মহত্যা করল এ বিষয়ে এলাকাবাসীও অন্ধকারে রয়েছেন। রবিবার সন্ধ্যায় পাশের বাড়ির এক বৃদ্ধ মহিলা কল্পনা সরকার মৃত প্রকাশ বিশ্বাস দের বাড়িতে টিউবয়েল থেকে জল আনতে যায় তখনই হঠাৎ উনার চোখে পড়ে ফাঁসিতে আত্মহত্যা করা প্রকাশক। যদিও সন্ধ্যা নেমে আসার কারণে প্রথমে কল্পনা সরকার প্রকাশ বিশ্বাস কে চিনতে পারেনি পরে যখন ঘটনাটি জানাজানি হয় তখন জানতে পারেন মৃত ব্যক্তি প্রকাশ বিশ্বাস। এই বিষয়ে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়েছেন এবং মৃতদেহ খোয়াই জেলা হাসপাতালের মর্গে পাঠায়ে দেন সোমবার সকালে ময়নাতদন্তের পর প্রকাশের মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানায় পুলিশ।



