ত্রিপুরা হোলসেল গ্রোসারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটি বিগত দিনের ন্যায় রাজ্যবাসীর স্বার্থে কাজ করবেন রবিবার নেতাজী সুভাস রোড স্থিত বাণিজ্য ভবনে ত্রিপুরা হোলসেল গ্রসারি এসোসিয়েশনের শপথ গ্রহন সমারোহে এমনটাই অভিমত ব্যক্ত করলেন রাজ্যের অগ্নি নির্বাপক দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল। এদিন ত্রিপুরা হোলসেল গ্রোসারি এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তাছাড়া এদ মন্ত্রী রামপ্রসাদ পাল আরো বলেন করুণা মহামারীর সময় রাজ্যবাসী এবং সরকার তাদের উপর আসা ভরসা রেখেছিল খাদ্য দ্রব্যের দাম যেন সামান্য দানের চাইতে না বাড়ে, এরা রাজ্য সরকারের এই প্রত্যাশায় মান রেখেছিল। যেভাবে ত্রিপুরার হোলসেল গ্রোসারি অ্যাসোসিয়েশন কাজ করে এসেছে ঠিক সেই ভাবে আগামী দিনেও এ ধরনের কর্মসূচি এরা জারি রাখবেন বলে আশা ব্যক্ত করলেন মন্ত্রী। অন্যদিকে শপথ বাক্য পাঠ করানোর পর আগরতলা পুরো নিগমের মেয়র দীপক মজুমদার ত্রিপুরা হোলসেল গ্রোসারি এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির বিগত দিনের নেয়ায় নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে বলে আশা ব্যক্ত করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী রামপ্রসাদ পাল, পুর নিগমের মেয়র দীপক মজুমদার, আগরতলা পুর নিগমের ইস্ট জোনের চেয়ারম্যান সুখময় সাহা, বিশিষ্ট সমাজসেবক ভিকি প্রসাদসহ অন্যান্য সম্মানীয় ব্যক্তিরা।



