আসন্ন দূর্গা পূজা কে কেন্দ্র করে আগরতলা ওমেন্স কলেজের এন এস এস ইউনিটের উদ্যোগে বহিরাগত হতদরিদ্র মানুষের মধ্যে যোগেন্দ্রনগর রেলস্টেশনের প্লাটফর্মে খাবার ও বস্ত্র বিতরণ করা হয়। এদিনের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ওমেন্স কলেজের এনএসএস প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্যের তত্ত্বাবধানে। বিগত কিছুদিন পূর্বেও আড়ালিয়া সূর্যসেন পাড়ার অনাথ আশ্রমে এই এন এস এস ইউনিটের উদ্যোগে বস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজিত হয়েছিল এইভাবেই এই সংস্থাটি সারা বছর কাজ করে চলছে এবং আগামী দিনেও এ ধরনের কর্মসূচি জারি থাকবে বলে জানিয়েছেন এন এস এস প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য।



